কল-ড্রপ মামলা

জরিমানা তুলতে নিরখরচায় ফোনের সুযোগের পক্ষে ট্রাই

মোবাইলে মাঝপথে কল কেটে গেলে (কল-ড্রপ) গ্রাহককে যদি বিনামূল্যে সমান সংখ্যক ফোনের সুযোগ দেওয়া হয়, তা হলে জরিমানার সিদ্ধান্ত ফিরে দেখতে পারে ট্রাই।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৬ ০২:৫৬
Share:

মোবাইলে মাঝপথে কল কেটে গেলে (কল-ড্রপ) গ্রাহককে যদি বিনামূল্যে সমান সংখ্যক ফোনের সুযোগ দেওয়া হয়, তা হলে জরিমানার সিদ্ধান্ত ফিরে দেখতে পারে ট্রাই। এর জন্য কোনও পূর্বশর্তও রাখতে পারবে না সংস্থাগুলি। মঙ্গলবার টেলিকম নিয়ন্ত্রকের হয়ে সুপ্রিম কোর্টে এ কথা জানান ভারতের অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি। তিনি বলেন, আগেই এই প্রস্তাব দিয়েছে ট্রাই। কিন্তু প্রতিবারই সংস্থাগুলি জানিয়েছে, এই সুযোগ করে দেওয়া সম্ভব নয়।

Advertisement

রোহতগি বলেন, ইতিমধ্যেই শর্তসাপেক্ষে কল-ড্রপের ক্ষতিপূরণে কথা বলার সুযোগ এনেছে টেলিনর। কিন্তু কোনও শর্ত থাকুক, চাইছে না ট্রাই। প্রসঙ্গত, প্রতিটি কল কাটার জন্য ১ টাকা করে গ্রাহককে দিনে সর্বোচ্চ ৩ টাকা ক্ষতিপূরণ দিতে টেলি সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছিল ট্রাই। যার বিরুদ্ধে আদালতে যায় তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন