কপালে ভাঁজ ভিন্‌ দেশে পাড়ির পথে  

আমেরিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া, চিন, জাপানের মতো দেশে বেড়ানোর খরচ ডলারের হিসেবে দেয় ভারতীয় পর্যটন সংস্থাগুলি। ফলে টাকার সাপেক্ষে তার দাম বাড়লে পর্যটনের খরচও বাড়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৮ ০১:২৩
Share:

প্রতীকী চবি।

উৎসবের মরশুম শুরুর মুখে বিদেশে বেড়ানোর খরচ বাড়াচ্ছে টাকার দামের পতন। এর ফলে ব্যবসা কিছুটা ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা পর্যটন শিল্পের একাংশের। বিদেশে পড়াশোনা বা বেড়ানো, সাধারণত সব কিছুর খরচই কষা হয় ডলারে। আমেরিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া, চিন, জাপানের মতো দেশে বেড়ানোর খরচ ডলারের হিসেবে দেয় ভারতীয় পর্যটন সংস্থাগুলি। ফলে টাকার সাপেক্ষে তার দাম বাড়লে পর্যটনের খরচও বাড়ে।

Advertisement

কলকাতার একটি পর্যটন সংস্থার কর্তা অর্পণ মিত্র জানাচ্ছেন, উৎসবের মরশুমে বেড়ানোর খরচের হিসেব এখনকার বিনিময় হারের নিরিখেই কষা হচ্ছে। ফলে খরচ বেড়েছে। যাঁরা আগে প্যাকেজ বুক করেছিলেন, বাড়তি দিতে হচ্ছে তাঁদেরও। তবে ব্যতিক্রম আছে। যেমন, কর্পোরেট সংস্থাগুলির ব্যবসায়িক সফরের ক্ষেত্রে বলাই থাকে, টাকার দাম যা-ই হোক, বাড়তি খরচ তারা জোগাবে না। আর এক সংস্থার কর্তা নন্দিনী সেনের বক্তব্য, উন্নয়নশীল দেশে এই অনিশ্চয়তা ব্যবসার নিত্য সঙ্গী।

যদিও কিছুটা স্বস্তিতে বিদেশি পর্যটকদের ভারতে ঘোরানোর সংস্থাগুলি। এ রাজ্যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব টুর অপারেটর্সের চেয়ারম্যান দেবজিৎ দত্ত জানান, পর্যটকদের দেওয়া ডলার এখন ভাঙালে বাড়তি আয় হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement