ব্যাঙ্কিং সচেতনতা বাড়াতে উদ্যোগ

ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে গ্রামে সচেতনতা বাড়াতে ‘ধনচয়েত’ নামে প্রকল্প চালু করেছে এইচডিএফসি ব্যাঙ্ক। শুক্রবার রাজ্যে তার উদ্বোধন করেন এগ্‌জিকিউটিভ ভিপি অতুল ভার্বে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৫ ০৩:০১
Share:

ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে গ্রামে সচেতনতা বাড়াতে ‘ধনচয়েত’ নামে প্রকল্প চালু করেছে এইচডিএফসি ব্যাঙ্ক। শুক্রবার রাজ্যে তার উদ্বোধন করেন এগ্‌জিকিউটিভ ভিপি অতুল ভার্বে।

Advertisement

তিনি বলেন, ‘‘গ্রামের মানুষকে আর্থিক লেনদেন নিয়ে সচেতন করার জন্যই এই প্রকল্প। এর জন্য স্বল্প দৈর্ঘের তথ্যচিত্র তৈরি করা হয়েছে। প্রথম পর্যায়ে রাজ্যের ১১৫টি গ্রামকে প্রকল্পের আওতায় আনা হবে। সারা দেশে আনা হবে ৫,০০০ গ্রামকে।’’ সুদের কারবারিদের কাছ থেকে ধার নেওয়ার বিপদ সম্পর্কে গ্রামের মানুষকে সচেতন করাও তাঁদের উদ্দেশ্য বলে কর্তৃপক্ষের দাবি।

ভার্বের দাবি, রাজ্য-সহ পূর্বাঞ্চলে বেশ কিছু নতুন শাখা খোলার পরিকল্পনা রয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি খোলা হবে এমন জায়গায়, যেখানে ব্যাঙ্কিং পরিষেবা নেই। পূর্বাঞ্চলে জনধন প্রকল্পে তাঁরা ৭৫ হাজার অ্যাকাউন্ট খুলেছেন বলেও ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন