কেব্‌ল টিভিতে খরচ বাড়ছে ‘ফ্রি’ চ্যানেল দেখার

কেব্‌ল টিভি-তে ‘ফ্রি টু এয়ার’ (এফ টি এ) চ্যানেল দেখার খরচ বাড়ছে। ১০০টি ‘ফ্রি টু এয়ার’ চ্যানেলের জন্য এ বার থেকে কর বাদ দিয়ে গ্রাহকদের দিতে হবে ১৩০ টাকা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৭ ০৩:০৮
Share:

কেব্‌ল টিভি-তে ‘ফ্রি টু এয়ার’ (এফ টি এ) চ্যানেল দেখার খরচ বাড়ছে।

Advertisement

১০০টি ‘ফ্রি টু এয়ার’ চ্যানেলের জন্য এ বার থেকে কর বাদ দিয়ে গ্রাহকদের দিতে হবে ১৩০ টাকা। টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (ট্রাই) নির্দেশ দিয়েছে, ওই সব ‘স্ট্যান্ডার্ড ডেফিনিশন’ (এসডি) চ্যানেলের ক্ষেত্রে এর থেকে বেশি অর্থ নেওয়া যাবে না। এর পর অতিরিক্ত এফটিএ চ্যানেল দেখতে হলে প্রতি ২৫টি চ্যানেলের জন্য গ্রাহক দেবেন ২০ টাকা করে। কর অবশ্য আলাদা।

কেব‌্ল টিভি ব্যবসা সূত্রের খবর, এখন প্রথম ১০০টি এফটিএ চ্যানেল দেখার খরচ ১০০ টাকা। এর উপর পরিষেবা ও বিনোদন কর দিতে হয়।

Advertisement

ট্রাই জানিয়েছে, ‘পে-চ্যানেল’ দেখার জন্যও বাড়তি কড়ি গুনতে হবে গ্রাহকদের। এক একটি চ্যানেল হোক বা একগুচ্ছ, উভয় ক্ষেত্রেই তা প্রযোজ্য। উল্লেখ্য, এফটিএ চ্যানেল-গুলি এসডি চ্যানেল। গুণগত মানে উন্নত চ্যানেল (হাই ডেফিনিশন বা এইচডি) বাড়তি কড়ি দিয়েই গ্রাহকদের দেখতে হয়। তাই সেগুলি ‘পে-চ্যানেল’-এর মধ্যে পড়ে।

উল্লেখ্য, চ্যানেলের মাসুল নিয়ে মাঝে-মধ্যেই বিতর্ক বাধে। ট্রাই জানিয়েছে, প্রতি মাসে তাদের বাছাই করা পে-চ্যানেলগুলির সর্বোচ্চ মাসুল (এমআরপি) কত, তা জানাতে হবে ‘ব্রডকাস্টার’ বা চ্যানেল পরিবেশন সংস্থাকে। গ্রাহকদের কথা মাথায় রেখে আরও একটি নির্দেশ দিয়েছে ট্রাই। তারা বলেছে, বছরে তিন মাস পর্যন্ত গ্রাহক এই পরিষেবা নেওয়া সাময়িক ভাবে বন্ধ রাখতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন