ক্রেডিট বা ডেবিট কার্ডে সরকারি পাওনা মেটালে আর চার্জ লাগবে না

অর্থনীতিতে নগদ লেনদেন ধাপে ধাপে কমিয়ে আনার লক্ষ্যে এগোতে চায় কেন্দ্রীয় সরকার। সেই পথে হাঁটতেই এ বার থেকে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং নেট ব্যাঙ্কিং মারফত সরকারি পাওনা মেটালে তার উপর উঠে যাচ্ছে লেনদেন ফি। এই খরচের বোঝা এত দিন নিতে হত ক্রেতা বা গ্রাহককেই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৬ ০৩:২৫
Share:

অর্থনীতিতে নগদ লেনদেন ধাপে ধাপে কমিয়ে আনার লক্ষ্যে এগোতে চায় কেন্দ্রীয় সরকার। সেই পথে হাঁটতেই এ বার থেকে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং নেট ব্যাঙ্কিং মারফত সরকারি পাওনা মেটালে তার উপর উঠে যাচ্ছে লেনদেন ফি। এই খরচের বোঝা এত দিন নিতে হত ক্রেতা বা গ্রাহককেই। এ বার থেকে তা সরকারই বহন করবে বলে এক বিবৃতিতে জানিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।

Advertisement

অন্য বিক্রেতারা নিজেরাই এই খরচ মেটায়। মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) নামে পরিচিত এই খরচ সরকারি পাওনা মেটানোর ক্ষেত্রে বইতে হত সাধারণ মানুষকেই। এ বার থেকে বিভিন্ন সরকারি দফতর নতুন এই ব্যবস্থা চালু করতে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। গত মার্চেই এ ব্যাপারে একটি প্রস্তাবনাপত্র পেশ করে রিজার্ভ ব্যাঙ্ক। সরকারও বিষয়টি নিয়ে টাস্ক ফোর্স গড়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement