টাটার সঙ্গে আজ কথা ব্রিটিশ মন্ত্রীর

লোকসানে ভুগে ব্রিটেনে ব্যবসা গুটোনোর ইঙ্গিত দিয়েছে টাটা স্টিল। যার মধ্যে রয়েছে দক্ষিণ ওয়েলস-এর পোর্ট ট্যালবট কারখানা। এই অবস্থায় বিষয়টি নিয়ে টাটা-কর্তা সাইরাস মিস্ত্রির সঙ্গে কথা বলতে আগামী কালই মুম্বই আসছেন ব্রিটেনের ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত মন্ত্রী সাজিদ জাভিদ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৬ ০২:২৪
Share:

লোকসানে ভুগে ব্রিটেনে ব্যবসা গুটোনোর ইঙ্গিত দিয়েছে টাটা স্টিল। যার মধ্যে রয়েছে দক্ষিণ ওয়েলস-এর পোর্ট ট্যালবট কারখানা। এই অবস্থায় বিষয়টি নিয়ে টাটা-কর্তা সাইরাস মিস্ত্রির সঙ্গে কথা বলতে আগামী কালই মুম্বই আসছেন ব্রিটেনের ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত মন্ত্রী সাজিদ জাভিদ। মঙ্গলবার ভারতে রওনা হওয়ার আগে জাভিদ ভারতীয় বংশোদ্ভূত শিল্পপতি, লিবার্টি হাউস সংস্থার কর্ণধার সঞ্জীব গুপ্তের সঙ্গে দেখা করেন। ইস্পাত শিল্পে প্রথম সারির লগ্নিকারী গুপ্ত ইচ্ছা প্রকাশ করেছেন পোর্ট ট্যালবট কেনার। সঞ্জীববাবুর দাবি, ‘‘এখন বহু কারখানাই লোকসানে চলছে। তবে আমার বিশ্বাস এগুলি ঘুরে দাঁড়াতে সক্ষম।’’-সংবাদ সংস্থা

Advertisement

ভোটে হুঁশিয়ারি বিভিন্ন রাজ্যে ভোটের সময়ে বাড়তি নগদের জোগান নিয়ে সাবধান করলেন রাজন। ঋণনীতির পরে তিনি বলেন, ‘‘মানুষের হাতে থাকা নগদ বেড়ে গিয়েছে ৬০ হাজার কোটিরও বেশি, যা স্বাভাবিক নয়। কারণ সবারই জানা। বিষয়টিতে নজর রাখা জরুরি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement