Carbon-Tax

কার্বন-করে হোঁচট মুক্ত বাণিজ্য চুক্তির

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অনুকরণে চলতি বছরের গোড়ায় ব্রিটেনেও কার্বন-কর নিয়ে সংশ্লিষ্ট মহলের আলোচনা শুরু হয়েছে। সরকারি সূত্রের খবর, তা কার্যকর হলে ভারতীয় কিছু পণ্য সে দেশে ঢুকলেও কর গুনতে হবে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৩ ০৭:২৪
Share:

—প্রতীকী চিত্র।

মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে ভারত-ব্রিটেনের আলোচনা ইতিমধ্যেই নানা বাধার মুখে পড়েছে। গোটা প্রক্রিয়া সারতে যে সময় বাঁধা হয়েছিল, তা প্রায় এক বছর পিছিয়ে যাওয়ার পরেও দর কষাকষি বহাল। এর মধ্যে নতুন করে সংশয় তৈরি করেছে উৎপাদনের সময় পরিবেশে কার্বন নির্গমণ বেশি হয়, এমন পণ্য (যেমন ইস্পাত) আমদানিতে ব্রিটেনের কর চাপানোর আশঙ্কা। সে ক্ষেত্রে ভবিষ্যতের কথা ভেবে চুক্তিতে এ নিয়ে বিশেষ রক্ষাকবচ চায় ভারত।

Advertisement

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অনুকরণে চলতি বছরের গোড়ায় ব্রিটেনেও কার্বন-কর নিয়ে সংশ্লিষ্ট মহলের আলোচনা শুরু হয়েছে। সরকারি সূত্রের খবর, তা কার্যকর হলে ভারতীয় কিছু পণ্য সে দেশে ঢুকলেও কর গুনতে হবে। তাই ব্রিটেন যাতে তা আরোপের আগে বিষয়টি নিয়ে আলোচনা করতে বাধ্য থাকে, তার শর্ত মুক্ত বাণিজ্য চুক্তিতে রাখতে চায় নয়াদিল্লি। সূত্রের মতে, কার্বন-কর আগামী দিনে বাণিজ্যে পাঁচিল তুলতে পারে বলে আশঙ্কা। তাই মুক্ত বাণিজ্য চুক্তিতে যাতে কোনও ফাঁক তৈরি না হয়, সেটা নিশ্চিত করা জরুরি। যদিও অন্য এক সূত্রের মতে, এই প্রস্তাব ‘অন্যায়’ বলে মনে করছে ব্রিটেন। কারণ এমন ব্যবস্থা কার্যকর করার কোনও সিদ্ধান্তই হয়নি।

প্রসঙ্গত, ইইউ-তে প্রথম দূষণকারী বিদেশি পণ্যের সস্তার আমদানির উপরে কার্বন-কর চালু হয়েছে। ভারতের মতো বিভিন্ন বাণিজ্যিক সহযোগী ইতিমধ্যেই এ নিয়ে উদ্বিগ্ন। বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে আপত্তি জানিয়ে নয়াদিল্লি দরবার করতে পারে বলেও খবর।

Advertisement


(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন