অ্যাপে লেনদেন শুরুতেই ছাড়াল ৪,৫০০

স্মার্ট ফোনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা লেনদেনের নতুন ব্যবস্থার সুযোগ নিতে প্রথম থেকেই ভাল সাড়া মিলছে। একে অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর না-জেনেই টাকা হস্তান্তরের এই ব্যবস্থা, ‘ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস’ (ইউপিআই) চালু হয়েছে বৃহস্পতিবার।

Advertisement

দেবপ্রিয় সেনগুপ্ত

কলকাতা শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৬ ১৬:০৪
Share:

স্মার্ট ফোনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা লেনদেনের নতুন ব্যবস্থার সুযোগ নিতে প্রথম থেকেই ভাল সাড়া মিলছে। একে অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর না-জেনেই টাকা হস্তান্তরের এই ব্যবস্থা, ‘ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস’ (ইউপিআই) চালু হয়েছে বৃহস্পতিবার। পরিষেবাটির সুবিধা নিতে শুক্রবার পর্যন্ত বিভিন্ন ব্যাঙ্কের অ্যাপ ডাউনলোডের সংখ্যা সব মিলিয়ে প্রায় ১০ হাজার। লেনদেন সংখ্যা সাড়ে ৪ হাজারেরও বেশি।

Advertisement

রিজার্ভ ব্যাঙ্কের তত্ত্বাবধানে গোটা ব্যবস্থার নকশা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই)-র। সেই পরিকাঠামোয় আপাতত নিজস্ব ইউপিআই অ্যাপ তৈরি করেছে ২১টি রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ক। বৃহস্পতিবার বিকেল থেকে একে একে ব্যাঙ্কগুলি অ্যান্ড্রয়েড ফোনের ‘গু‌গ‌্ল প্লে স্টোর’-এ তাদের ইউপিআই অ্যাপ ‘আপলোড’ করতে শুরু করে। শুক্রবার এনপিসিআই জানিয়েছে, এ দিন পর্যন্ত ১৫টি ব্যাঙ্কের ইউপিআই অ্যাপ প্লে-স্টোরে মিলছে। বাকিগুলিও দু’এক দিনের মধ্যেই মিলবে বলে দাবি তাদের। সংস্থা এ দিন রাতে জানিয়েছে ইউপিআই অ্যাপগুলির মাধ্যমে ৪৫৫২টি লেনদেন হয়েছে। গড়ে লেনদেন হয় ৫৮০ টাকার।

এনপিসিআই-এর সিওও দিলীপ আসবে এ দিন মুম্বই থেকে ফোনে জানান, সেপ্টেম্বেরের শেষে আরও ৫টি ব্যাঙ্কের অ্যাপ চালু হবে। গোড়ায় এনপিসিআই জানিয়েছিল, অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে সঙ্গে ‘অ্যামাজন প্লে স্টোর’ ও আই-ফোনের ‘আইওএস প্লে স্টোর’-এ ইউপিআই অ্যাপ মিলবে। কিন্তু দিলীপবাবু বলেন, ব্যাঙ্কগুলি জানিয়েছে, আইফোনে তা কার্যকর হতে আরও মাস দেড়েক লাগবে।

Advertisement

নতুন ব্যবস্থা গোড়াতেই অনেকটা সাড়া পেলেও কিছু ক্ষেত্রে অবশ্য সমস্যা হয়েছে। যেমন, অ্যাপে ঢোকার সময়ে ব্যবহৃত মোবাইল নম্বর কারও লেনদেন করার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত না-থাকলে তিনি সেই অ্যাকাউন্টের তথ্য (অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড) অ্যাপে ভরতে পারবেন না। অনেকেই তাই অ্যাপ ডাউনলোড করেও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ভরতে পারেননি। আবার যে ২১টি ব্যাঙ্ক এর আওতায় এসেছে, সেগুলির কোনওটায় অ্যাকাউন্ট থাকলে তবেই সেই তথ্য অ্যাপে ভরা যাবে। যেমন এইচডিএফসি বা স্টেট ব্যাঙ্কের গ্রাহক এখন এই লেনদেন করতে পারবেন না। যখন তারা নিজস্ব ইউপিআই অ্যাপ চালু করবে, তখনই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য যে-কোনও ব্যাঙ্কের ইউপিআই অ্যাপে ভরা যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন