আইটিডিসির তিনটি হোটেলের মালিকানা ছাড়ছে কেন্দ্র

এগুলি পাচ্ছে যথাক্রমে রাজস্থান, কর্নাটক ও অরুণাচল প্রদেশ সরকার। জয়পুরের হোটেলটির রাশ ছেড়ে কেন্দ্রের ঘরে আসবে ১৪ কোটি, মহীশূরের হোটেলটি থেকে ৭.৪৫ কোটি, ইটানগর থেকে ৩.৮৯ কোটি। সংশ্লিষ্ট সূত্রের খবর, হোটেল চালানো কেন্দ্রের কাজ নয়, এই নীতির অঙ্গ হিসেবেই মালিকানা ছাড়ার সিদ্ধান্ত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৭ ০৩:১২
Share:

প্রতীকী ছবি।

বিলগ্নিকরণ কর্মসূচির আওতায় ইন্ডিয়া ট্যুরিজ্‌ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের (আই টি ডিসি) তিনটি হোটেলের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র। সেগুলির রাশ তুলে দেওয়া হবে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির হাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তিনটি হোটেল হল: হোটেল জয়পুর অশোক, ললিতা মহল প্যালেস, মহীশূর, ডোনি পোলো অশোক, ইটানগর।

Advertisement

এগুলি পাচ্ছে যথাক্রমে রাজস্থান, কর্নাটক ও অরুণাচল প্রদেশ সরকার। জয়পুরের হোটেলটির রাশ ছেড়ে কেন্দ্রের ঘরে আসবে ১৪ কোটি, মহীশূরের হোটেলটি থেকে ৭.৪৫ কোটি, ইটানগর থেকে ৩.৮৯ কোটি। সংশ্লিষ্ট সূত্রের খবর, হোটেল চালানো কেন্দ্রের কাজ নয়, এই নীতির অঙ্গ হিসেবেই মালিকানা ছাড়ার সিদ্ধান্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement