Nirmala Sitharaman

নির্মলার নির্দেশ

নেট মাধ্যমে আর্থিক পরিষেবা প্রদানকারী (ফিনটেক) সংস্থাগুলিকে তৎপর হতে নির্দেশ দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জুন ২০২৫ ০৯:১০
Share:

নির্মলা সীতারামন। —ফাইল চিত্র।

সাধারণ ডিজিটাল জালিয়াতি তো রয়েইছে। পাশাপাশি ডিজিটাল গ্রেফতারির জেরে বহু মানুষ প্রতারিত হচ্ছেন বলে অভিযোগ। এই ঘটনা রুখতে নেট মাধ্যমে আর্থিক পরিষেবা প্রদানকারী (ফিনটেক) সংস্থাগুলিকে তৎপর হতে নির্দেশ দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

সম্প্রতি এক অনুষ্ঠানে ডিজিটাল লেনদেন প্রসারে ফিনটেক সংস্থাগুলির ভূমিকার প্রশংসা করেন তিনি। সঙ্গে মন্ত্রীর বার্তা, তাদের উচিত ডিজিটাল প্রতারণা বা গ্রেফতারির জেরে মানুষ যাতে টাকা না হারান, তা নিশ্চিত করা। উল্লেখ্য, ডিজিটাল গ্রেফতারিতে সিবিআই, পুলিশ-সহ তদন্তকারী সংস্থার কর্মী পরিচয় দিয়ে গ্রেফতারির ভয় দেখিয়ে গ্রাহকের থেকে টাকা আদায় করে প্রতারকেরা।

ডিপফেক প্রযুক্তির সাহায্য নিয়েওপ্রতারণা বাড়ছে। তা নিয়ে সতর্ক করে নির্মলা জানান, তা রুখতে মেটাতে কাজকরতে হবে ফিনটেক সংস্থাগুলিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন