Electric Cars

বৈদ্যুতিক গাড়ির ভর্তুকি

দুই, তিন এবং চার চাকার বৈদ্যুতিক গাড়িতে ওই ভর্তুকির প্রকল্পের জন্য মোট বরাদ্দ অর্থের পরিমাণ ১০,০০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ১১,৫০০ কোটি টাকা করেছে কেন্দ্র।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৪ ০৬:১৫
Share:

—প্রতীকী চিত্র।

বৈদ্যুতিক গাড়ির ব্যবহারে উৎসাহ দেওয়ার জন্য ভর্তুকি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের (ফেম২) সুবিধা পাওয়ার সময়সীমার কথা ঘোষণা করল কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রক। শুক্রবার তারা জানিয়েছে, ওই ভর্তুকি হয় আগামী ৩১ মার্চ পর্যন্ত বিক্রি হওয়া গাড়ি অথবা তহবিলে টাকা থাকা পর্যন্ত, যেটি আগে হবে ততদিন মিলবে।

Advertisement

দুই, তিন এবং চার চাকার বৈদ্যুতিক গাড়িতে ওই ভর্তুকির প্রকল্পের জন্য মোট বরাদ্দ অর্থের পরিমাণ ১০,০০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ১১,৫০০ কোটি টাকা করেছে কেন্দ্র। তবে মন্ত্রক বিবৃতিতে বলেছে, সেই সুবিধা নির্দিষ্ট সময় বা তহবিলের উপরে নির্ভর করবে। সংশোধিত বরাদ্দের মধ্যে সরাসরি গাড়ির জন্য ভর্তুকি মিলবে ৭০৪৮ কোটি টাকা। এ ছাড়া মূলধনী সম্পদ তৈরির জন্য বরাদ্দ ৪০৪৮ কোটি। অন্যান্য খাতে রয়েছে ৪০০ কোটি টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন