—প্রতীকী চিত্র।
এক ডলারের দাম ৭ পয়সা বেড়ে পৌঁছল ৯০.৯৭ টাকায়। আর তাতেই ভারতীয় মুদ্রা গড়ে ফেলল তলানি ছোঁয়ার নতুন নজির। বিশেষজ্ঞদের ধারণা, এ দিন রিজ়ার্ভ ব্যাঙ্কের হস্তক্ষেপ তার আরও বড় পতন রুখে দিয়েছে। সংশ্লিষ্ট মহলের দাবি, শেয়ার বিক্রি করে লগ্নিকারীরা সোনা এবং রুপোয় টাকা ঢালছেন। বিদেশি লগ্নিকারী সংস্থাগুলিও লাগাতার শেয়ার বিক্রি করছে। দু’টি বিষয়ই ভারতে ডলারের চাহিদা বাড়িয়ে দিয়েছে। ফলে চড়ছে তার দাম।পটনা আইআইটির অর্থনীতির অধ্যাপক রাজেন্দ্র পরামানিক বলেন, ‘‘আমার ধারণা অচিরেই প্রতি ডলার ৯৫ টাকায় পৌঁছে যেতে পারে।’’
সোনা-রুপোর দামে নতুন নজির তৈরি হল মঙ্গলবারও। এ দিন কলকাতার বাজারে ১০ গ্রাম খুচরো পাকা সোনা (২৪ ক্যারাট) ৩১০০ টাকা বেড়ে এই প্রথম দাঁড়াল ১,৪৮,২৫০ টাকা। কর ধরে তা দেড় লক্ষ পেরিয়েছে। গয়নার সোনাও নজির গড়ে এই প্রথম কর ছাড়াই পৌঁছেছে ১,৪০,৯৫০ টাকায়। প্রতি দিনই বিরাট লাফে মাথা তোলার ধারা বহাল রেখেছে রুপোও। এক কেজি খুচরো রুপোর দর এক দিনের মধ্যে চড়েছে ১৮,০৫০ টাকা। ফলে এই প্রথম তার দাম কর ছাড়াই তিন লক্ষ টাকার মাইলফলক পার হয়ে গিয়েছে। এ দিন বাজারে খুচরো রুপোর দাম হয় ৩,১৪,২০০ টাকা। সোমবার তা কর ধরে তিন লক্ষ পেরিয়ে গিয়েছিল। কর ছাড়া ছিল ২,৯৬,১৫০ টাকা।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে