জিএসটির সাত-সতেরো

গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা পণ্য-পরিষেবা করের নানা খুঁটিনাটি

Advertisement
শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৬ ০২:৩০
Share:

পরিচিতি
পুরো নাম গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা পণ্য-পরিষেবা কর

Advertisement

কেন?
সরল হবে কর ব্যবস্থা
অল্প কয়েকটি ব্যতিক্রম ছাড়া দেশের মধ্যে যাবতীয় পণ্য ও পরিষেবা কেনা-বেচা আসবে এর আওতায়

প্রতি রাজ্যে আলাদা-আলাদা পরোক্ষ করের ঝক্কি প্রায় থাকবেই না। দেশ জুড়ে চালু হবে অভিন্ন বাজার

Advertisement

উঠে যাবে কোন কর?
কেন্দ্রের নেওয়া উৎপাদন শুল্ক, পরিষেবা কর, আমদানি শুল্ক, সেস ও সারচার্জ ইত্যাদি
রাজ্যের সংগৃহীত যুক্তমূল্য কর (ভ্যাট), কেন্দ্রীয় বিক্রয় কর, ক্রয় কর, বিলাস কর, বিনোদন কর (পুরসভার মতো স্থানীয় প্রশাসনের কর ছাড়া), প্রবেশ কর, বিজ্ঞাপন কর, লটারি বা বাজি ধরার উপর বসানো কর ইত্যাদি। উঠে যাবে রাজ্যের চাপানো সেস, সারচার্জও

আওতার বাইরে
আপাতত পেট্রোল, ডিজেলের মতো পেট্রোপণ্য এবং মদ জিএসটির বাইরে থাকছে

সবিস্তার পড়তে ক্লিক করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement