World Bank

রাজ্যের আহ্বান

বস্ত্র শিল্পে বাংলাদেশ, তাইল্যান্ড, ভিয়েতনামের মতো বেশ কিছু পরিবেশ বান্ধবপ্রকল্প আনা হয়েছে। শীঘ্রই তা ভারতেও আনার পরিকল্পনা রয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুন ২০২৫ ০৯:০২
Share:

বিশ্ব ব্যাঙ্কের আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানকে আহ্বান জানাল রাজ্য। —প্রতীকী চিত্র।

ছোট-মাঝারি সংস্থাগুলিকে আরও পরিবেশবান্ধব করতে বিশ্ব ব্যাঙ্কের আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানকে আহ্বান জানাল রাজ্য। শুক্রবার ফিকিরসভায় প্রতিষ্ঠানের কর্তা অজেয় বন্দ্যোপাধ্যায়কে এই বার্তা দেন ক্ষুদ্রশিল্প সচিব রাজেশ পাণ্ডে। পরে অজেয় জানান, বস্ত্র শিল্পে বাংলাদেশ, তাইল্যান্ড, ভিয়েতনামের মতো বেশ কিছু দেশে এই ধরনের প্রকল্প আনা হয়েছে। শীঘ্রই তা ভারতেও আনার পরিকল্পনা রয়েছে। তবে এক রাজ্যের জন্য এ ধরনের প্রকল্প তাঁরা আনেন না বলেও স্পষ্ট করেছেন তিনি। এ দিকে, ছোট শিল্প যাতে সময়ে বকেয়া পায়, সে জন্য এ দিন একটি পোর্টাল চালু করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন