তথ্য বিশ্লেষণ হাব তৈরিতে হাত মেলাল বণিকসভা

রাজ্যে অ্যানালিটিকস হাব তৈরি করতে সরকার, লগ্নিকারী ও প্রযুক্তির মধ্যে যোগসূত্র হয়ে উঠতে ময়দানে নেমেছে বণিকসভা বেঙ্গল চেম্বার অফ কমার্স। তথ্যপ্রযুক্তি শিল্পে রাজ্যের আলাদা পরিচিতি গড়তে তথ্য বিশ্লেষণকেই ব্র্যান্ডিং-এর হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় তারা। যা লগ্নি টানতেও সাহায্য করবে বলে দাবি তাদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ জুন ২০১৫ ০১:৫০
Share:

রাজ্যে অ্যানালিটিকস হাব তৈরি করতে সরকার, লগ্নিকারী ও প্রযুক্তির মধ্যে যোগসূত্র হয়ে উঠতে ময়দানে নেমেছে বণিকসভা বেঙ্গল চেম্বার অফ কমার্স। তথ্যপ্রযুক্তি শিল্পে রাজ্যের আলাদা পরিচিতি গড়তে তথ্য বিশ্লেষণকেই ব্র্যান্ডিং-এর হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় তারা। যা লগ্নি টানতেও সাহায্য করবে বলে দাবি তাদের।

Advertisement

শুক্রবার কারিগরি শিক্ষামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, নগরোন্নয়ন দফতরের সচিব দেবাশিস সেনের উপস্থিতিতে কল্যাণীতে বণিকসভা পরিকল্পিত অ্যানালিটিকস হাব ‘সমৃদ্ধি’র সূচনা হয়। নগরোন্নয়ন দফতর কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে ৫২ একর জমি এই প্রকল্পের চিহ্নিত করেছে। ওই হাব-এর নকশা তৈরি করেছেন স্থপতি দুলাল মুখোপাধ্যায়। খরচ ৩,০০০ কোটি টাকা। এই প্রকল্পের জন্য নির্মাতা সংস্থা বাছাই করতে ই-অকশন বা অনলাইনে জমি নিলাম করবে রাজ্য সরকার।

গার্টনার-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার হিসেবে বর্তমানে তথ্য বিশ্লেষণের বাজারের মাপ ৯,৬০০ কোটি ডলার। ২০১৬-য় তা ১২ হাজার কোটি ছাড়াবে।

Advertisement

বাজার বাড়ছে দেশেও। ২০১৮ সালে ৩৭ কোটি যা ছাড়াবে বলে দাবি তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির সংগঠন ন্যাসকমের। এই শিল্পে দেশের মধ্যে প্রথম তিনে আসার লক্ষ্য নিয়েছে পশ্চিমবঙ্গ। মানবসম্পদের দৌলতেই তা অর্জন করা যাবে, দাবি বণিকসভার প্রাক্তন প্রেসিডেন্ট কল্লোল দত্তের।

বিশেষজ্ঞ সংস্থা কেপিএমজি ইন্ডিয়ার অন্যতম কর্তা অম্বরীশ দাশগুপ্ত বলেন, “তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে শহরের নিজস্ব পরিচিতি গড়ে তুলতে তথ্য বিশ্লেষণের মতো ক্ষেত্র কলকাতার জন্য উপযুক্ত। এই কাজের জন্য প্রয়োজনীয় উদ্ভাবনী শক্তি, পুঁজি ও ব্যবসায়িক কৌশল, সব হাতের কাছেই রয়েছে।”

বিশেষত রাজ্যে দক্ষ মানবসম্পদের অভাব নেই। এখানের শিক্ষা প্রতিষ্ঠানের গবেষণাভিত্তিক পরিকাঠামো কাজে লাগিয়ে প্রয়োজনীয় তথ্য যোগাড় করতে পারে বিভিন্ন সংস্থাও। এই হাব ক্যাম্পাস ও বাণিজ্যিক ময়দানের যোগসূত্র তৈরি করতে পারে বলে দাবি বণিকসভার বর্তমান প্রেসিডেন্ট অলক রায়ের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন