এলইডি আলো লাগানোর দৌড়ে পিছিয়ে পশ্চিমবঙ্গ

গুজরাত প্রথম। দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র। বেশ খানিকটা এগিয়ে রাজস্থানও। কিন্তু দেরিতে শুরু করায় এলইডি আলোর লাগানোর দৌড়ে এই মুহূর্তে অনেকটাই পিছিয়ে পশ্চিমবঙ্গ।পরিসংখ্যান বলছে, গুজরাত সাধারণ বাল্বের বদলে লাগিয়ে ফেলেছে পৌনে তিন কোটিরও বেশি এলইডি বাল্ব।

Advertisement

পিনাকী বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৭ ০২:৪৬
Share:

গুজরাত প্রথম। দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র। বেশ খানিকটা এগিয়ে রাজস্থানও। কিন্তু দেরিতে শুরু করায় এলইডি আলোর লাগানোর দৌড়ে এই মুহূর্তে অনেকটাই পিছিয়ে পশ্চিমবঙ্গ।

Advertisement

পরিসংখ্যান বলছে, গুজরাত সাধারণ বাল্বের বদলে লাগিয়ে ফেলেছে পৌনে তিন কোটিরও বেশি এলইডি বাল্ব। মহারাষ্ট্রে সংখ্যাটা ২.১০ কোটির মতো। সেখানে এ রাজ্য এখনও পর্যন্ত ৮ লক্ষের আশেপাশে পৌঁছতে পেরেছে বলে জানিয়েছে বিদ্যুৎ মন্ত্রক সূত্র।

উল্লেখ্য, এলইডি বাল্ব লাগানো নিয়ে প্রথম দিকে পশ্চিমবঙ্গের আপত্তি ছিল। ওই আলো বণ্টনের কোনও দায়িত্ব তারা নিতে পারবে না বলে জানিয়েও দেয়। পরে বহু আলাপ-আলোচনার শেষে পুজোর পরে রাজ্যে এলইডি লাগানো শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের খবর।

Advertisement

কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের হিসেব অনুযায়ী, সারা দেশে ১৯.১১ কোটিরও বেশি এলইডি লাগানো হয়ে গিয়েছে। ২২টি রাজ্যে এই প্রকল্পের কাজ চলছে। তাদের দাবি, যত বেশি এলইডি লাগানো হবে, গ্রাহকদের বিদ্যুৎ বিলের খরচও তত কমবে। নিয়ন্ত্রণে আনা যাবে দূষণও।

যদিও সংশ্লিষ্ট মহলের একাংশ বলছে, দাম অনেকটাই বেশি বলে এলইডি আলো লাগানোর ব্যাপারে মানুষের আগ্রহ এখনও কম। তবে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের দাবি, বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে এই বাল্বের দাম কমাতে উদ্যোগী হয়েছে।

মন্ত্রকের এক কর্তা জানিয়েছেন, কেন্দ্রের উদ্যোগে যে এলইডি আলো বণ্টনের কাজ চলছে তার দাম অনেক কম। গত দু’বছরে দাম ৮৮ শতাংশ কমেওছে। কেন্দ্রের উজালা প্রকল্পের আওতায় সাত ওয়াটের বাল্বের দাম এখন ৩৮ টাকা। প্রসঙ্গত, ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উজালা প্রকল্পের কথা ঘোষণা করেন। ঠিক হয় সারা দেশে ৭৭ কোটি সাধারণ বাল্ব বদলে এলইডি লাগানো হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন