Gandhiji

Currency: টাকার উপরে গাঁধীজির উল্টো ছবি ছাপা! আসল ছবিটি কেমন, কোথায় তোলা হয়

পুরনো নোটে গাঁধীজি ডান দিকে তাকিয়ে আর নতুন নোটে বাঁদিকে। কিন্তু কোনটা ঠিক! গাঁধীজির মূল ছবিটা কেমন ছিল!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২১ ১৫:৩৭
Share:

মিলিয়ে দেখুন, উল্টো ছবি।

পুরনো একশো টাকার নোট থাকলে এখনই নতুনের সঙ্গে মিলিয়ে দেখুন। খেয়াল করুন পুরনো আর নতুন নোটে গাঁধীজির ছবির মধ্যে ফারাক রয়েছে। পুরনো নোটে গাঁধীজি ডান দিকে তাকিয়ে আর নতুন নোটে বাঁদিকে। কিন্তু কোনটা ঠিক! গাঁধীজির মূল ছবিটা কেমন ছিল!

Advertisement

যেি ছবি থেকে গাঁধীজির মুখ টাকায় ছাপা হয় বলে জানা যায় সেটিতে আসলে মোহনদাস তাকিয়ে ছিলেন বাঁ দিকে। তাঁর পাশে ছিলেন ব্রিটিশ রাজনীতিক লর্ড ফ্রেডরিক উইলিয়াম পেথিক লরেন্স। ব্রিটেনে মহিলাদের ভোটাধিকারের দাবিতে যে আন্দোলন হয় তাতে ফ্রেডরিকের বড় ভূমিকা ছিল। পরে তিনি ভারত এবং মায়ানমার (তৎকালীন বর্মা)-এর বিদেশ সচিব ছিলেন। এই ছবিটি কে তুলেছিলেন তা জানা না গেলেও এটি দিল্লিতে তোলা হয়েছিল স্বাধীনতার ঠিক আগের বছর, ১৯৪৬ সালে। দিল্লিতে ভাইসরয় হাউসে (বর্তমান রাষ্ট্রপতি ভবন) গাঁধীজির সঙ্গে ফ্রেডরিক এই ছবিটি তোলেন।

স্বাধীন ভারতে প্রথম দিকের নোটে অবশ্য গাঁধীজির ছবি ছিল না। ১৯৮৭ সালে প্রথম পাঁচশো টাকার নোটে গাঁধীজির ছবি ছাপা হয়। সেই সময়েই ফ্রেডরিকের সঙ্গে গাঁধীজির ছবি থেকে মুখটি নেওয়া হয় এবং নকশার সঙ্গে সামঞ্জস্য রাখতে উল্টো করে ছবিটি ছাপা হয়। এর পরে ১৯৯৬ সালে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া ‘মহাত্মা গাঁধী সিরিজ’ প্রকাশ করে। তখনই পাঁচ, দশ, কুড়ি, পঞ্চাশ, একশো, পাঁচশো এবং হাজার টাকার নোটে গাঁধীজির ওই উল্টো মুখের ছবি ছাপা শুরু হয়।

Advertisement

২০১৬ সালের নভেম্বরে ভারতে নোটবাতিলের পরে যে সব টাকা ছাপা হয় তাতে অবশ্য গাঁধীজির ছবি সোজাই রয়েছে। এখন নতুন দশ, কুড়ি, পঞ্চাশ, একশো, দুশো, পাঁচশো এবং দু’হাজার টাকার নোটে গাঁধীজির সোজা মুখের ছবিই দেখা যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন