Sagardighi Thermal Power Station

কাজ শুরু সাগরদিঘিতে

প্রকল্পটিতে ঋণ দিচ্ছে পাওয়ার ফিনান্স কপোর্রেশন। বয়লার, টার্বাইন, জেনারেটরের জন্য ৩,৫০০ কোটি টাকার বরাত পেয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ভেল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২০ ০৫:১৩
Share:

শুরু হল পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমের মুর্শিদাবাদের সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রস্তাবিত পাঁচ নম্বর ইউনিটটি গড়ে তোলার প্রাথমিক কাজ। ৬৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার রাজ্যের প্রথম এই ‘সুপার ক্রিটিক্যাল’ ইউনিটটির প্রকল্প খরচ ধরা হয়েছে ৪,৪০০ কোটি টাকা। নিগমের ডিরেক্টর ইন্দ্রনীল দত্ত জানান, ইউনিটটির নির্মাণ কাজ শেষ করতে ৪২ মাস সময় লাগবে। প্রাথমিক প্রস্তাব অনুযায়ী অবশ্য ২০২০ সালের মধ্যেই এই প্রকল্পের কাজ শেষ করে ফেলার পরিকল্পনা ছিল।

Advertisement

প্রকল্পটিতে ঋণ দিচ্ছে পাওয়ার ফিনান্স কপোর্রেশন। বয়লার, টার্বাইন, জেনারেটরের জন্য ৩,৫০০ কোটি টাকার বরাত পেয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ভেল। নতুন ইউনিট চালু হলে তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ১৬০০ মেগাওয়াট থেকে বেড়ে হবে ২,২৬০ মেগাওয়াট।

অন্য দিকে নিগম সূত্রে খবর, ওই তাপবিদ্যুৎ কেন্দ্রের জলাশয়ে ৫ মেগাওয়াটের ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্প গড়ার কাজ শেষ হয়েছে। শীঘ্রই প্রকল্পটি চালুর পরিকল্পনা রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement