অনাদায়ী ঋণ বেচে দায় কমানোর পথে এসবিআই

অনাদায়ী ঋণের বোঝা কমাতে এ বার তার একটা অংশ অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি (এআরসি)-র কাছে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে স্টেট ব্যাঙ্ক (এসবিআই)। শনিবার আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষে কলকাতায় ব্যাঙ্কের সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানের শেষে এ কথা জানান নতুন কর্ণধার অরুন্ধতী ভট্টাচার্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৪ ০১:০৩
Share:

আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষে পাঁচ কৃতী মহিলাকে সম্বর্ধনা দিল স্টেট ব্যাঙ্ক। শনিবার কলকাতায় এক অনুষ্ঠানে তাঁদের হাতে মানপত্র তুলে দিলেন ব্যাঙ্কের চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য (বাঁ দিক থেকে চতুর্থ)। পাঁচ প্রাপক মৌমা দাস, ছন্দা গায়েন, নবনীতা দেব সেন, অমলা শঙ্কর ও পৌলমী ঘটক (বাঁ দিক থেকে)। উপস্থিত বেঙ্গল সার্কেলের সিজিএম সুনীল শ্রীবাস্তবও। —নিজস্ব চিত্র।

অনাদায়ী ঋণের বোঝা কমাতে এ বার তার একটা অংশ অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি (এআরসি)-র কাছে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে স্টেট ব্যাঙ্ক (এসবিআই)। শনিবার আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষে কলকাতায় ব্যাঙ্কের সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানের শেষে এ কথা জানান নতুন কর্ণধার অরুন্ধতী ভট্টাচার্য। সম্প্রতি প্রথম মহিলা হিসেবে দেশের বৃহত্তম ব্যাঙ্কের শীর্ষ পদে বসেছেন যিনি।

Advertisement

কোনও ঋণ দিয়ে যদি তার সুদ বা আসল কোনওটাই শোধ না-পাওয়া যায়, তবে একটি নির্দিষ্ট সময় পর ব্যাঙ্ক তাকে চিহ্নিত করে অনাদায়ী ঋণ বা অনুৎপাদক সম্পদ হিসেবে। এই প্রথম তেমন কোনও অনুৎপাদক সম্পদ বিক্রির সিদ্ধান্ত নিল স্টেট ব্যাঙ্ক। তবে এর ফলে চলতি বছরের চতুর্থ ত্রৈমাসিকেই অনাদায়ী ঋণের বোঝা কমবে কিনা, তা নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি। তবে স্পষ্ট জানিয়েছেন, “কর্ণধার হিসেবে দায়িত্ব নিয়ে আমার প্রথম কাজই হল অনুৎপাদক সম্পদের বোঝা কমানো এবং গ্রাহক পরিষেবা উন্নতির ব্যবস্থা করা।”

অনুৎপাদক সম্পদ কমানোর লক্ষ্যে বিভিন্ন ব্যাঙ্ক এবং অন্য কিছু সংস্থা মিলে চালু করেছে অ্যাসেট রিকনস্ট্রশন কোম্পানি। বর্তমানে দেশে এ ধরনের একাধিক সম্পদ পুনর্গঠন সংস্থা চালু আছে। এদের কাছে অনাদায়ী ঋণ বিক্রি করে বিভিন্ন ব্যাঙ্ক। সাধারণত তার মোট মূল্যের থেকে কম দামে। বিক্রি করে কেমন দাম পাওয়া যাবে, তা নির্ভর করে ওই অনুৎপাদক সম্পদের মানের উপর। যে ঋণ আদায়ের সম্ভবনা যত কম, সাধারণত তা তত কম দরে বিক্রি করতে হয় সংশ্লিষ্ট ব্যাঙ্ককে।

Advertisement

অনাদায়ী ঋণটি কেনার পর এআরসি তা আদায়ের চেষ্টা করে। কেনা দামের থেকে বেশি টাকা আদায় করতে পারলে, তার মুনাফা। নইলে লোকসান। অন্য দিকে, ব্যাঙ্কগুলির সুবিধা হল, কিছু টাকা লোকসান করেও বাকিটুকুকে উৎপাদক সম্পদ হিসেবে ঘরে তোলা। কারণ, যে অনাদায়ী ঋণ বা অনুৎপাদক সম্পদ একবার বিক্রি হয়ে যায়, ব্যাঙ্কের ব্যালান্স শিটেও তা ওই খাত থেকে বাদ পড়ে। ফলে তার জন্য আর আলাদা করে আর্থিক সংস্থান করতে হয় না ব্যাঙ্ককে। টান কম পড়ে নিট মুনাফায়। উল্লেখ্য, প্রতি ত্রৈমাসিকে নিট মুনাফা হিসাব করার সময় অনাদায়ী ঋণ বাবদ তুলে রাখা টাকা ব্যাঙ্কগুলিকে মোট মুনাফা থেকে বাদ দিতে হয়।

এ দিন অরুন্ধতীদেবী জানান, গ্রাহক পরিষেবার উন্নতির জন্য তথ্যপ্রযুক্তির ব্যবহার আরও বাড়াবে স্টেট ব্যাঙ্ক। কোল ইন্ডিয়ার সঙ্গে জ্বালানি সরবরাহ চুক্তি (এফএসএ) সই হওয়ায় বিদ্যুৎ সংস্থাকে দেওয়া যে ঋণ অনুৎপাদক সম্পদে পরিণত হয়েছে, তা আদায় করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, তৃতীয় ত্রৈমাসিকে ব্যাঙ্কের মোট অনুৎপাদক সম্পদের একটা বড় অংশই তৈরি হয়েছে বিদ্যুৎ এবং সড়ক-সহ পরিকাঠামো ক্ষেত্রে দেওয়া ঋণ থেকে।

এ দিন যে অনুষ্ঠানের শেষে অরুন্ধতীদেবী এই অনাদায়ী ঋণ বিক্রির কথা জানান, তার উপলক্ষ ছিল একেবারে অন্য। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অমলা শঙ্কর, নবনীতা দেব সেন সমেত বাংলার পাঁচ কৃতী মহিলাকে সম্বর্ধনা দেয় স্টেট ব্যাঙ্ক। মানপত্র-সহ বিভিন্ন উপহার তাঁদের হাতে তুলে দেন অরুন্ধতীদেবী। দেওয়া হয় এক লক্ষ করে টাকাও। লেখিকা নবনীতা দেব সেন তাঁর পাওয়া এক লক্ষ টাকা অসরকারি সংগঠন মুক্তি রিহ্যাবিলিটেশন-এর হাতে তুলে দেন। পথশিশুদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনায় উৎসাহ দিতে কাজ করে যে সংস্থা। একই ভাবে হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনকে নিজের পাওয়া টাকা দেন পর্বতারোহী ছন্দা গায়েন। ভিভিকেআই ট্রাইবাল ওয়েলফেয়ারের হাতে তা তুলে দেন টেবিল টেনিস খেলোয়াড় পৌলমী ঘটক। নিজেদের সম্মানমূল্য পছন্দের অসরকারি সংগঠনকে দেওয়ার কথা জানিয়ে দেন টেবিল টেনিসে বাংলার আর এক পরিচিত মুখ মৌমা দাস এবং নৃত্যশিল্পী অমলা শঙ্করও।

এ ছাড়াও বেশ কিছু সমাজসেবী সংস্থাকে অ্যাম্বুলেন্স ও মেডিক্যাল ভ্যান কেনার টাকা দেয় স্টেট ব্যাঙ্ক। ব্যাঙ্কের সামাজিক দায়িত্ব সংক্রান্ত (কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সিএসআর) কর্মসূচির অঙ্গ হিসেবেই তা করা হয়েছে। স্টেট ব্যাঙ্কের বেঙ্গল সার্কেল চলতি আর্থিক বছরে সিএসআর খাতে নিজেদের মুনাফা থেকে ১২ কোটি টাকা বরাদ্দ করেছে বলেও জানান সিজিএম সুনীল শ্রীবাস্তব। এ দিন পার্ক স্ট্রিটে মহিলা পরিচালিত একটি শাখার উদ্বোধনও করেন অরুন্ধতীদেবী। সুনীলবাবু জানান, বেঙ্গল সার্কেলে এই প্রথম পুরোপুরি মহিলা পরিচালিত কোনও শাখা চালু করল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন