আর্থিক সমীক্ষার দাওয়াইয়ে সেনসেক্স উঠল ৪৭৩ পয়েন্ট

বাজেটের আগেই বাজার গরম করে দিল আর্থিক সমীক্ষা। এ বারের বাজেটে এক গুচ্ছ আর্থিক সংস্কারের প্রস্তাব থাকবে বলে শুক্রবার ইঙ্গিত দিয়েছে ওই সমীক্ষা। যার জেরে তেতে উঠেছে শেয়ার বাজার। এক লাফে সেনসেক্স উঠেছে ৪৭৩.৪৭ পয়েন্ট। এ বছর এক দিনে সূচকের এতটা উত্থান এই প্রথম। দিনের শেষে সেনসেক্স থিতু হয়েছে ২৯,২২০.১২ অঙ্কে।

Advertisement

প্রজ্ঞানন্দ চৌধুরী

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ০২:২৮
Share:

বাজেটের আগেই বাজার গরম করে দিল আর্থিক সমীক্ষা। এ বারের বাজেটে এক গুচ্ছ আর্থিক সংস্কারের প্রস্তাব থাকবে বলে শুক্রবার ইঙ্গিত দিয়েছে ওই সমীক্ষা। যার জেরে তেতে উঠেছে শেয়ার বাজার। এক লাফে সেনসেক্স উঠেছে ৪৭৩.৪৭ পয়েন্ট। এ বছর এক দিনে সূচকের এতটা উত্থান এই প্রথম। দিনের শেষে সেনসেক্স থিতু হয়েছে ২৯,২২০.১২ অঙ্কে।

Advertisement

ডলারের সাপেক্ষে টাকার দাম অবশ্য ৮ পয়সা পড়েছে এ দিন। বাজার বন্ধের সময় এক ডলার দাঁড়িয়েছে ৬১.৮৩ টাকায়। এর আগে টানা তিন দিন ধরে উঠতে দেখা গিয়েছে টাকাকে।

শুধু আর্থিক সংস্কারই নয়, ২০১৫-’১৬ অর্থবর্ষে দেশের বৃদ্ধি ৮.১ থেকে ৮.৫ শতাংশের মধ্যে থাকবে বলেও পূর্বাভাস দিয়েছে আর্থিক সমীক্ষা। এতে দেশীয় আর্থিক সংস্থাগুলির পাশাপাশি বিশেষ ভাবে উৎসাহিত বিদেশি লগ্নিকারী সংস্থাগুলিও। শেয়ার বাজার-সহ সংশ্লিষ্ট মহলের আশা, সমীক্ষার প্রতিফলন স্বাভাবিক ভাবেই বাজেটের উপর পড়বে। আর সত্যিই সেটা বাস্তবায়িত হলে আজ ফের সূচকের বড় মাপের উত্থান ঘটবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisement

বাজার বিশেষজ্ঞ ও বিএনকে ক্যাপিটাল মার্কেটসের ম্যানেজিং ডিরেক্টর অজিত খান্ডেলওয়াল বলেন, “এমনিতেই কেন্দ্রের বিজেপি সরকারের উপর প্রবল আস্থা বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির। তার উপর আর্থিক সমীক্ষার ইঙ্গিত অনুযায়ী বাজেটে আর্থিক সংস্কারের প্রস্তাব থাকলে সূচক যে চড় চড় করে উঠতে থাকবে, তাতে কোনও সন্দেহ নেই।”

তবে বাজেট নিয়ে চড়া প্রত্যাশার পাশাপাশি বিশেষজ্ঞদের অনেকের মনে ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন। আর সেটা হল, বাজেটে আর্থিক সংস্কারের প্রস্তাব থাকলেও, তা কার্যকর করার জন্য প্রয়োজন আইন আনা সম্ভব হবে কি? কারণ, রাজ্যসভায় বিজেপি সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই।

তাঁদের সংশয় যে অমুলক নয়, তার প্রমাণও ইতিমধ্যেই মিলেছে। এর আগে সংস্কারের একাধিক প্রস্তাব লোকসভায় পাশ হলেও তা রাজ্যসভায় তোলা যায়নি। কিছু ক্ষেত্রে অর্ডিন্যান্স এনে প্রস্তাব কার্যকর করার পথে যেতে হয়েছে কেন্দ্রকে। কিন্তু অর্ডিন্যান্স করে আপাতত কাজ চালানো হলেও পরে তা আইনে পরিণত করা জরুরি, জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সংস্কারের পথে বাধা থাকলেও, বাজেটে ওই ধরনের প্রস্তাব থাকলে সূচকের দৌড় যে-রোখা যাবে না, তা অবশ্য কবুল করেন বিশেষজ্ঞরা। খান্ডেলওয়াল বলেন, “আইন পাশের বিষয়টি পরে আসবে। বাজেটে সংস্কারের প্রস্তাব থাকলেই বাজার দ্রুত তেজী হবে।”

বাজেটে পরিকাঠামো উন্নয়নে লগ্নি নিয়ে কিছু প্রস্তাব থাকবে বলেও আশা। যে-কারণে টাটা পাওয়ার, এলঅ্যান্ডটি, এনটিপিসি, কোল ইন্ডিয়া-সহ পরিকাঠামোয় যুক্ত নানা সংস্থার শেয়ার দর এ দিন দ্রুত বাড়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন