দাবি সমীক্ষায়

এ বছরেই মোবাইল সংযোগ ছাড়াবে বিশ্বের জনসংখ্যাকে

চলতি বছরের শেষে বিশ্ব জুড়ে মোবাইল সংযোগের সংখ্যা ছাপিয়ে যাবে পৃথিবীর জনসংখ্যাকে। সম্প্রতি ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের এক সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। এখন পৃথিবী জুড়ে ৬০০ কোটি মোবাইল ফোনের সংযোগ রয়েছে। সমীক্ষায় দাবি করা হয়েছে, বছর শেষে সেই সংখ্যা দাঁড়াবে ৭৩০ কোটিতে। যা বিশ্বের জনসংখ্যা (৭০০ কোটি)-র তুলনায় অনেকটাই বেশি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি ও দুবাই শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০১:৫৪
Share:

চলতি বছরের শেষে বিশ্ব জুড়ে মোবাইল সংযোগের সংখ্যা ছাপিয়ে যাবে পৃথিবীর জনসংখ্যাকে। সম্প্রতি ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের এক সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। এখন পৃথিবী জুড়ে ৬০০ কোটি মোবাইল ফোনের সংযোগ রয়েছে। সমীক্ষায় দাবি করা হয়েছে, বছর শেষে সেই সংখ্যা দাঁড়াবে ৭৩০ কোটিতে। যা বিশ্বের জনসংখ্যা (৭০০ কোটি)-র তুলনায় অনেকটাই বেশি।

Advertisement

সমীক্ষা অনুযায়ী, এখনই ১০০টির বেশি দেশে জনসংখ্যার তুলনায় মোবাইল সংযোগের সংখ্যা বেশি। রাশিয়াতেই রয়েছে প্রায় ২৫ কোটি সংযোগ, যা দেশটির মোট জনসংখ্যার ১.৮ গুণ। একই ভাবে ব্রাজিলের ক্ষেত্রে এই সংখ্যা ২৪ কোটি, জনসংখ্যার ১.২ গুণ। বিশেষত উন্নয়নশীল দেশগুলিতে যেখানে ৬০% মানুষের দৈনিক খরচ ২ ডলারেরও কম, সেখানে তাঁদের বেশির ভাগেরই মোবাইল আছে বলেও দাবি সমীক্ষায়।

বিশেষজ্ঞদের মতে, বিশ্বের অনুন্নত প্রান্তগুলিতে জীবনযাত্রার মানে পরিবর্তন আনতে পারে মোবাইলের ব্যবহার। বিশেষত যে-সব স্থানে অন্যান্য ভাবে যোগাযোগ করার সুযোগ নেই, সেখানে এই মোবাইলের মাধ্যমেই আসতে পারে বড়সড় বদল। তবে এর জন্য শুধুমাত্র সংযোগ থাকলেই চলবে না, বরং বিভিন্ন ভাল কাজের জন্য মোবাইল পরিষেবাকে ব্যবহার করতে হবে বলে দাবি মোবাইল টপ-আপ সংস্থা ডিং-এর সিইও মার্ক রোডেনের।

Advertisement

এ দিকে, ২০১৪ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে সারা বিশ্বে স্মার্ট ফোনের সংখ্যার বিচারে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত। সম্প্রতি আন্তর্জাতিক টেলিকম সংগঠন জিএসএম অ্যাসোসিয়েশনের (জিএসএমএ) এক রিপোর্টে প্রকাশ, ভারতে ১১.১ কোটি মানুষ স্মার্ট ফোন ব্যবহার করেন। এই তালিকায় চিন রয়েছে প্রথম স্থানে। সেখানে স্মার্ট ফোন ব্যবহারকারীর সংখ্যা ৬২.৯২ কোটি। দ্বিতীয় ও তৃতীয় স্থান রয়েছে যথাক্রমে আমেরিকা (১৯.৬৮ কোটি) এবং ব্রাজিল (১৪.১৮ কোটি)। এ ছাড়াও প্রথম দশে রয়েছে ইন্দোনেশিয়া, রাশিয়া, জাপান, জার্মানি, ব্রিটেন এবং ফ্রান্স। তবে স্মার্ট ফোন ব্যবহারকারী বৃদ্ধির হার সারা পৃথিবীর মধ্যে ভারতেই দ্রুততম বলে জানিয়েছে ওই রিপোর্ট।

মাইক্রোম্যাক্স, কার্বনের মতো কম দামি স্মার্ট ফোন নির্মাতার হাত ধরে গত বছরেই ভারতে এই ফোনের বিক্রি বেড়েছে তিন গুণ। আগামী দিনে যা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ডেটা কর্প। জিএসএমএ-র রিপোর্ট অনুসারে আগামী ছ’বছরে প্রতি তিনটি মোবাইলের মধ্যে দু’টিই হবে স্মার্ট ফোন। আর প্রতি পাঁচটি স্মার্ট ফোনের মধ্যে চারটিই থাকবে উন্নয়নশীল দুনিয়ায়। তাদের মতে, ওই সময়ে বিশ্বে মোট মোবাইল সংযোগের সংখ্যা দাঁড়াবে ৯০০ কোটি। যার মধ্যে দুই তৃতীয়াংশ থাকবে স্মার্ট ফোনের দখলে।

শুধুমাত্র সংখ্যার বিচারেই নয়, বরং উদ্ভাবনা এবং প্রযুক্তি ক্ষেত্রেও বিভিন্ন শিল্পকে সাহায্য করবে স্মার্ট ফোন। রিপোর্টে প্রকাশ, আর্থিক পরিষেবা, গাড়ি শিল্প, হেল্থকেয়ার এবং পরিবহণের মতো ক্ষেত্রে দেখা যাবে এর আরও বেশি ব্যবহার। ফলে বিশ্ব বাণিজ্য আরও বেশিমাত্রায় নির্ভর করবে স্মার্ট ফোনের উপর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন