কর ব্যবস্থা সংস্কারের প্রথম সুপারিশ জমা পড়বে মে মাসে

দেশের কর ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে সংস্কার আনার জন্য তৈরি কর্তৃপক্ষ ট্যাক্স আডমিনিস্ট্রেশন রিফর্মস কমিশন (টার্ক) কেন্দ্রের কাছে তাদের প্রথম রিপোর্ট জমা দেবে আগামী মাসেই। সম্প্রতি এই কথা জানিয়েছেন টার্কের চেয়ারম্যান পার্থসারথি সোম। আইনের প্রয়োজনীয় পরিবর্তন করে দেশের কর ব্যবস্থা ঢেলে সাজার বিষয়টি খতিয়ে দেখার লক্ষ্যে ২০১৩ সালের বাজেটে টার্ক গঠন করার কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৪ ০১:২৮
Share:

দেশের কর ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে সংস্কার আনার জন্য তৈরি কর্তৃপক্ষ ট্যাক্স আডমিনিস্ট্রেশন রিফর্মস কমিশন (টার্ক) কেন্দ্রের কাছে তাদের প্রথম রিপোর্ট জমা দেবে আগামী মাসেই। সম্প্রতি এই কথা জানিয়েছেন টার্কের চেয়ারম্যান পার্থসারথি সোম। আইনের প্রয়োজনীয় পরিবর্তন করে দেশের কর ব্যবস্থা ঢেলে সাজার বিষয়টি খতিয়ে দেখার লক্ষ্যে ২০১৩ সালের বাজেটে টার্ক গঠন করার কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

Advertisement

সম্প্রতি প্রস্তাবিত নতুন কর ব্যবস্থা নিয়ে কলকাতায় ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস (আইসিএআই)-এর আয়োজিত এক সভায় পার্থবাবু জানান, “মে মাসের শেষের দিকেই টার্ক তাদের প্রথম রিপোর্টটি কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে জমা দেবে।” করদাতাদের সুবিধা কী ভাবে আরও বাড়ানো যায়, সেই বিষয়টিই তাঁদের প্রথম রিপোর্টে প্রাধান্য পাবে বলে জানান পার্থবাবু। একই সঙ্গে তাঁরা যাতে অযথা হয়রান না হন, তার ব্যবস্থা করতে আইনের কিছু পরিবর্তনও আনতে চায় টার্ক। তা ছাড়া কর সংক্রান্ত বিভিন্ন ধরনের বিরোধ কী ভাবে কমানো যায় তার ব্যবস্থা করাও টার্কের অন্যতম উদ্দেশ্য বলে জানিয়েছেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রুইয়া গোষ্ঠীর চেয়ারম্যান এবং আইসিএআইয়ের প্রাক্তন ছাত্র পবন রুইয়া বলেন, “করের ব্যাপারে বিভিন্ন রাজ্যে বিভিন্ন আইন রয়েছে। এতে করদাতারা অনেক সময়েই সমস্যায় পড়েন। আমেরিকার মতো আমাদের দেশেও সব রাজ্যের জন্য একই রকম কর ব্যবস্থা চালু হলে অনেক সমস্যার সমাধান হতে পারে।” অন্য দিকে, প্রস্তাবিত নতুন কর ব্যবস্থায় কস্ট অ্যাকাউন্ট্যান্টদের ভূমিকা আরও বাড়বে বলে মন্তব্য করেছেন আইসিএআইয়ের সভাপতি সুরেশ চন্দ্র মহান্তি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন