গাড়ির বাজার চাঙ্গা জুলাইয়ে

দেশের গাড়ি শিল্প জুন মাসে সার্বিক ভাবে তেমন ভাল ব্যবসা করতে পারেনি। তবে জুলাইয়ে ছবিটার কিছুটা উন্নতি হয়েছে। অন্তত শনিবার প্রথম সারির গাড়ি সংস্থাগুলি গত মাসে বিক্রির যে-হিসেব দিয়েছে, তাতেই সেই ইঙ্গিত মিলেছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৫ ০২:৫৪
Share:

দেশের গাড়ি শিল্প জুন মাসে সার্বিক ভাবে তেমন ভাল ব্যবসা করতে পারেনি। তবে জুলাইয়ে ছবিটার কিছুটা উন্নতি হয়েছে। অন্তত শনিবার প্রথম সারির গাড়ি সংস্থাগুলি গত মাসে বিক্রির যে-হিসেব দিয়েছে, তাতেই সেই ইঙ্গিত মিলেছে।

Advertisement

যেমন বৃহত্তম গাড়ি সংস্থা মারুতি-সুজুকির দেশের বাজারে গাড়ি বিক্রি বেড়েছে ২২.৫%। যাত্রী গাড়ির মধ্যে এসএক্স৪ এবং সিয়াজের বিক্রির হার সবচেয়ে বেশি। সংখ্যায় অবশ্য ছোট (মিনি) ও কমপ্যাক্ট গাড়ির বিক্রি বেশি।

অন্য দিকে, নতুন গাড়ি বাজারে এনে ক্রেতাদের মধ্যে কিছুটা সাড়া জাগাতে পেরেছে হুন্ডাই, টাটা মোটরস, হোন্ডা-র মতো সংস্থা। টাটা-রা এনেছে জেস্ট, বোল্ট এবং নতুন ন্যানো। গত মাসে তাদের যাত্রী-গাড়ি বিক্রি বৃদ্ধির হার ছিল ২৭%। হুন্ডাই এনেছে ক্রেটা। তাদের বিক্রি বেড়েছে ২৪.৭%। নতুন জ্যাজ গাড়িটি বাজারে এনেছে হোন্ডা। সব মিলিয়ে তাদের গাড়ি বিক্রি বেড়েছে ১৮%। তবে টয়োটা কির্লোস্কর মোটরের বিক্রি কমেছে ১.০৫%। অন্য দিকে, টিভিএস-এর বিক্রি বেড়েছে ২%।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন