গোপালপুর প্রকল্পে জমিহারাদের ক্ষতিপূরণ বাড়ানোর প্রস্তাব টাটা স্টিলের

টাটা স্টিল ওড়িশার গঞ্জাম জেলায় গোপালপুর প্রকল্পে জমিহারাদের ক্ষতিপূরণ বাড়াতে প্রস্তাব দিল। প্রকল্পটির ভাইস প্রেসিডেন্ট অরুণ মিশ্র বলেন, “রাজ্য সরকারের কাছে ক্ষতিপূরণের নয়া প্রস্তাব দিয়েছি। সবুজ সঙ্কেত এলেই ঘোষণা করা হবে।” সংশোধিত প্রস্তাবে সংস্থার তরফে জমিহারাদের জন্য নিয়োগ নীতি তৈরি করে জেলা প্রশাসনে জমা দেওয়া ও স্থানীয় যুব সম্প্রদায়ের জন্য প্রশিক্ষণ কেন্দ্র গড়ার কথা রয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

ব্রহ্মপুর শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৪ ০১:৫৩
Share:

টাটা স্টিল ওড়িশার গঞ্জাম জেলায় গোপালপুর প্রকল্পে জমিহারাদের ক্ষতিপূরণ বাড়াতে প্রস্তাব দিল। প্রকল্পটির ভাইস প্রেসিডেন্ট অরুণ মিশ্র বলেন, “রাজ্য সরকারের কাছে ক্ষতিপূরণের নয়া প্রস্তাব দিয়েছি। সবুজ সঙ্কেত এলেই ঘোষণা করা হবে।”

Advertisement

সংশোধিত প্রস্তাবে সংস্থার তরফে জমিহারাদের জন্য নিয়োগ নীতি তৈরি করে জেলা প্রশাসনে জমা দেওয়া ও স্থানীয় যুব সম্প্রদায়ের জন্য প্রশিক্ষণ কেন্দ্র গড়ার কথা রয়েছে। প্রসঙ্গত, এই প্রকল্পে এখন ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও বহুপণ্যের বিশেষ আর্থিক অঞ্চল তৈরি হওয়ার কথা। মিশ্র জানান, প্রকল্পের অঙ্গ হিসেবে গড়ে উঠবে ফেরো-ক্রোম কারখানা, যার উৎপাদন ক্ষমতা হবে বছরে ৫৫ হাজার টন। লগ্নির অঙ্ক ৪০০ কোটি টাকা। ২০১৫-র মার্চের মধ্যে উৎপাদন শুরুর কথা। ১৯৯৬ সালে গোপালপুর লাগোয়া বেশ কিছু গ্রামে ২,৯৭০ একর জমি অধিগ্রহণ করে বড় মাপের ইস্পাত কারখানা তৈরির প্রস্তাব দেয় টাটা স্টিল। পরে প্রকল্পে রদবদল হয়।

তবে বিপুল জমি অধিগ্রহণের জেরে বহু বাসিন্দা জমি হারান। প্রকল্প রূপায়ণে এত দেরি হওয়ায় অসন্তুষ্ট ওই সব জমিহারাই এ বার পুনর্বাসনের পাশাপাশি প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারে একজন সদস্যের জন্য স্থায়ী চাকরির দাবি জানান। গত ২ সেপ্টেম্বর টাটা গোষ্ঠীর চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি প্রকল্প এলাকা পরিদর্শনে গেলে তাঁর কাছে পরিবার পিছু ১৫ লক্ষ টাকার ক্ষতিপূরণ ও নতুন করে জমিহারার সংখ্যা গণনার দাবি জানায় টাটা পুনর্বাসন গ্রামোন্নয়ন কমিটি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন