গোপনীয়তা রক্ষা নিয়ে তৎপর গুগল

গুগলের সার্চ ইঞ্জিন ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা এবং তথ্যের অবাধ আদান-প্রদান নিয়ে দফায় দফায় আলোচনায় বসবে মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাটি। ইউরোপের বিভিন্ন দেশের রাজধানীতে আগামী দু’মাস ধরে এ ধরনের মোট সাতটি বৈঠক করবে গুগল। যার মধ্যে প্রথমটি হবে আগামী কাল মঙ্গলবার স্পেনের মাদ্রিদে।

Advertisement

সংবাদ সংস্থা

প্যারিস শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৩১
Share:

গুগলের সার্চ ইঞ্জিন ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা এবং তথ্যের অবাধ আদান-প্রদান নিয়ে দফায় দফায় আলোচনায় বসবে মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাটি। ইউরোপের বিভিন্ন দেশের রাজধানীতে আগামী দু’মাস ধরে এ ধরনের মোট সাতটি বৈঠক করবে গুগল। যার মধ্যে প্রথমটি হবে আগামী কাল মঙ্গলবার স্পেনের মাদ্রিদে।

Advertisement

গত মে মাসেই ইউরোপের এক আদালত রায় দিয়েছিল, কোনও ব্যক্তি চাইলে ইন্টারনেট থেকে নিজেকে আড়ালে রাখতে পারবেন (রাইট টু বি ফরগটেন)। সে জন্য তিনি নিজের লেখা, ছবি ইত্যাদি পাকাপাকি ভাবে তথ্যভাণ্ডার থেকে মুছে দেওয়ার জন্য আবেদনও জানাতে পারবেন গুগ্ল, মাইক্রোসফট ইত্যাদি তথ্যপ্রযুক্তি সংস্থার কাছে। আর সেই আবেদন পাওয়ার পরে আর ‘ভবিষ্যতে কোনও কাজে লাগবে না এমন বা অপ্রয়োজনীয় তথ্য’ মুছতে বাধ্য থাকবে সংস্থাগুলি। তার পর থেকেই প্রতি মাসে কয়েক হাজার আর্জি জমা পড়েছে গুগলের কাছে। জুলাই পর্যন্ত যার সংখ্যা প্রায় ১ লক্ষ। আর্জিগুলির মধ্যে রয়েছে বিভিন্ন বিতর্কিত ছবি, সংবাদমাধ্যমে প্রকাশিত নেতিবাচক খবর, কারও অপরাধের তালিকা, অনলাইনে অপদস্থ করার মতো তথ্য ইত্যাদি। সংস্থার দাবি, ইতিমধ্যেই তারা প্রায় অর্ধেক আবেদন মেনে সেই ব্যক্তিদের তথ্য মুছেছে।

তার পর থেকেই এই পুরো বিষয়টি ঘিরে তৈরি হয়েছে বিভিন্ন বিতর্ক। কারণ, বহু আবেদন মেনে তথ্য মুছতে গিয়ে অনেক সময় বিভিন্ন সংবাদ মাধ্যম-সহ অন্যান্য সাইটে প্রকাশিত লেখাও নিজেদের নেট তথ্যভাণ্ডার থেকে মুছতে হচ্ছে গুগলের মতো সংস্থাকে। যা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে সংবাদমাধ্যমগুলি। এর ফলে স্বাধীনতা খর্ব হচ্ছে বলে অভিযোগ তাদের। এই অবস্থায় কী করে বিতর্ক এড়িয়ে ওই রায় কার্যকর করা সম্ভব এবং ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা করে কী ভাবে অবাধ তথ্য আদান-প্রদান করা যায়, তা নিয়ে আলোচনা করতেই বৈঠক চালাবে গুগল। যদিও গুগ্লের ডাকা এই বৈঠক কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিভিন্ন দেশের নিয়ন্ত্রকরা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন