টুকরো খবর

নিজেদের প্রতিটি শেয়ারকে সাত ভাগে ভাঙার (স্প্লিট) কথা ঘোষণা করল অ্যাপল। একই সঙ্গে ৩ হাজার কোটি ডলার ঢেলে বাজার থেকে শেয়ার কেনার কথাও জানিয়েছে তারা। শেয়ার ভাঙায় অ্যাপলের দামি শেয়ার এ বার কিনতে পারবেন ছোট লগ্নিকারীরাও। মার্চ ত্রৈমাসিকে প্রত্যাশার তুলনায় ভাল ফলও করেছে সংস্থা।

Advertisement
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৪ ০২:২৩
Share:

শেয়ার ভাঙল অ্যাপল, ঘোষণা ভাল ফলও

Advertisement

নিজেদের প্রতিটি শেয়ারকে সাত ভাগে ভাঙার (স্প্লিট) কথা ঘোষণা করল অ্যাপল। একই সঙ্গে ৩ হাজার কোটি ডলার ঢেলে বাজার থেকে শেয়ার কেনার কথাও জানিয়েছে তারা। শেয়ার ভাঙায় অ্যাপলের দামি শেয়ার এ বার কিনতে পারবেন ছোট লগ্নিকারীরাও। মার্চ ত্রৈমাসিকে প্রত্যাশার তুলনায় ভাল ফলও করেছে সংস্থা।

Advertisement

নোকিয়ার কারখানা

মাইক্রোসফটকে সংস্থা বিক্রির প্রক্রিয়া সম্পন্ন হলে তার মধ্যে থাকতে না-ও পারে নোকিয়ার চেন্নাই কারখানা। এই সম্ভাবনা জানিয়ে বৃহস্পতিবার সংস্থা মুখপাত্র বলেন, শুক্রবারের মধ্যে নোকিয়া বিক্রি সম্পূর্ণ হওয়ার কথা। হাতে সময় নেই। যে কারণে কারখানাটি বিক্রির তালিকা থেকে বাদ পড়তে পারে। তবে সংস্থার সামনে সুযোগ থাকবে চুক্তির ভিত্তিতে সেখানে কাজ চালানোর।-সংবাদ সংস্থা

মএফসিএলের ১০ লক্ষ শেয়ার কিনল দীপক

এমএফসিএলের ১০ লক্ষ শেয়ার দীপক ফার্টিলাইজার্স কিনল ৬.২৬ কোটিতে। দীপকের অংশীদারি হল ২৫.৩%। তবে জুয়ারি অ্যাগ্রোর কর্তা সরোজ কুমার পোদ্দার জানান, কেনার দৌড়ে তাঁরাও আছেন।

নতুন নিয়োগ

সুনীল শ্রীবাস্তব স্টেট ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন