দু’টি রুগ্ণ সংস্থা বন্ধের ইঙ্গিত কেন্দ্রের

ধুঁকতে থাকা এইচএমটি-র একটি শাখা ও টায়ার কর্পোরেশন অব ইন্ডিয়া বন্ধ করার কথা ভাবছে কেন্দ্র। শুক্রবার এ কথা জানিয়ে কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রী অনন্ত গীতে বলেন, বর্তমানে রুগ্‌ণ রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি বিলগ্নিকরণের পরিকল্পনা নেই।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৫ ০১:৫৮
Share:

ধুঁকতে থাকা এইচএমটি-র একটি শাখা ও টায়ার কর্পোরেশন অব ইন্ডিয়া বন্ধ করার কথা ভাবছে কেন্দ্র। শুক্রবার এ কথা জানিয়ে কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রী অনন্ত গীতে বলেন, বর্তমানে রুগ্‌ণ রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি বিলগ্নিকরণের পরিকল্পনা নেই। তবে এইচএমটি-র কোন শাখা বন্ধ করা হবে তা জানাননি তিনি। উল্লেখ্য, এর আগে পাঁচটি রুগ্‌ণ রাষ্ট্রায়ত্ত সংস্থা বন্ধের কথা জানিয়েছে কেন্দ্র। যার মধ্যে রয়েছে ঘড়ি নির্মাতা সংস্থা এইচএমটি-র তিনটি ইউনিট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন