দেড় মাস পরে রিষড়ায় খুলছে আদিত্য বিড়লা ইনস্যুলেটর

দেড় মাস পরে ফের দরজা খুলছে আদিত্য বিড়লা ইনস্যুলেটর। মঙ্গলবার কলকাতায় শ্রম দফতরে ত্রিপাক্ষিক বৈঠকে জট কেটে যায়। প্রশাসন সূত্রের খবর, আজ, বুধবার সকাল থেকেই উৎপাদন শুরু হওয়ার কথা। পাওনাগণ্ডা-সহ নানা বিষয়ে রিষড়ার ওই কারখানায় শ্রমিক-আন্দোলন চলছিল। মাইনে বাড়ানো ছাড়াও শ্রমিকদের দাবি ছিল, মালিকপক্ষকে তাঁদের সঙ্গে তিন বছর অন্তর নতুন চুক্তি করতে হবে। ওই সব দাবিতে শ্রমিকেরা কাজ বন্ধ করে দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০১৪ ০২:৫৮
Share:

দেড় মাস পরে ফের দরজা খুলছে আদিত্য বিড়লা ইনস্যুলেটর। মঙ্গলবার কলকাতায় শ্রম দফতরে ত্রিপাক্ষিক বৈঠকে জট কেটে যায়। প্রশাসন সূত্রের খবর, আজ, বুধবার সকাল থেকেই উৎপাদন শুরু হওয়ার কথা।

Advertisement

পাওনাগণ্ডা-সহ নানা বিষয়ে রিষড়ার ওই কারখানায় শ্রমিক-আন্দোলন চলছিল। মাইনে বাড়ানো ছাড়াও শ্রমিকদের দাবি ছিল, মালিকপক্ষকে তাঁদের সঙ্গে তিন বছর অন্তর নতুন চুক্তি করতে হবে। ওই সব দাবিতে শ্রমিকেরা কাজ বন্ধ করে দেন। সেই পরিস্থিতিতে গত ৮ মে কারখানার গেটে ‘সাসপেনশন অব ওয়ার্ক’-এর নোটিস ঝোলান কর্তৃপক্ষ। ফলে, স্থায়ী-অস্থায়ী মিলিয়ে সেখানকার হাজার দু’য়েক শ্রমিক বেকায়দায় পড়েন। এর পর থেকে সরকারের মধ্যস্থতায় বেশ কয়েকটি ত্রিপাক্ষিক বৈঠক হয়। কিন্তু কারখানা খোলার ব্যাপারে ঐকমত্য হয়নি। অবশেষে এ দিন বরফ গলল।

এ দিন রাজ্যের শ্রমসচিব অমল রায়চৌধুরীর ঘরে বৈঠক ডাকা হয়। তিনি ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম কমিশনার জাভেদ আখতার, সহকারি শ্রম কমিশনার মহম্মদ নঈম, শ্রীরামপুরের ডেপুটি শ্রম কমিশনার অমল মজুমদার। মালিকপক্ষের তরফে পাঁচ অফিসার এবং কারখানার ছ’টি শ্রমিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। ছিলেন আইএনটিটিইউসি-র রাজ্য সভানেত্রী দোলা সেন।

Advertisement

প্রশাসন সূত্রের খবর, আলোচনায় স্থির হয়েছে, স্থায়ী কর্মীদের মূল বেতন (বেসিক) ১,৬০০ টাকা বাড়বে। ডিএ-ও বাড়বে। পক্ষান্তরে, শ্রমিকদেরও উপাদন বাড়ানোর চেষ্টা করতে হবে। তা ছাড়া, শ্রমিকদের সঙ্গে চুক্তি তিন বছর নয়, পাঁচ বছর অন্তরই হবে। কারখানার আইএনটিটিইউসি সংগঠনের সভাপতি অন্বয় চট্টোপাধ্যায়ের দাবি, ‘‘কারখানা এবং শ্রমিকদের কথা মাথায় রেখেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement