পেমেন্ট ব্যাঙ্ক খুলতে জোট রিলায়্যান্স, স্টেট ব্যাঙ্কের

ছোট ব্যাঙ্ক খোলার দৌড়ে কোমর বেঁধেছে কর্পোরেট দুনিয়ার রাঘববোয়ালেরা। এর মধ্যে পেমেন্ট ব্যাঙ্ক খুলতে আগেই কোটাক মহীন্দ্রা ব্যাঙ্কের সঙ্গে জোট বাঁধার কথা জানিয়েছে টেলিকম সংস্থা এয়ারটেল। এ বার মুকেশ অম্বানীর রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজও জানাল, স্টেট ব্যাঙ্কের সঙ্গে যৌথ উদ্যোগে ওই ব্যাঙ্ক খোলার জন্য ছাড়পত্রের আবেদন করেছে তারা। ব্যাঙ্কটি পরিচালনার ভার নেবে রিলায়্যান্স। স্টেট ব্যাঙ্কের হাতে থাকবে ৩০% শেয়ার মালিকানা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৪৯
Share:

ছোট ব্যাঙ্ক খোলার দৌড়ে কোমর বেঁধেছে কর্পোরেট দুনিয়ার রাঘববোয়ালেরা। এর মধ্যে পেমেন্ট ব্যাঙ্ক খুলতে আগেই কোটাক মহীন্দ্রা ব্যাঙ্কের সঙ্গে জোট বাঁধার কথা জানিয়েছে টেলিকম সংস্থা এয়ারটেল। এ বার মুকেশ অম্বানীর রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজও জানাল, স্টেট ব্যাঙ্কের সঙ্গে যৌথ উদ্যোগে ওই ব্যাঙ্ক খোলার জন্য ছাড়পত্রের আবেদন করেছে তারা। ব্যাঙ্কটি পরিচালনার ভার নেবে রিলায়্যান্স। স্টেট ব্যাঙ্কের হাতে থাকবে ৩০% শেয়ার মালিকানা।

Advertisement

পাশাপাশি পেমেন্ট ব্যাঙ্কিংয়ে পা রাখার আবেদন জানিয়েছে কিশোর বিয়ানির ফিউচার গোষ্ঠী। তারা এ জন্য জোট বেঁধেছে আইডিএফসি-র সঙ্গে। যে আইডিএফসি গত এপ্রিলেই পূর্ণাঙ্গ ব্যাঙ্ক খোলার ছাড়পত্র পেয়েছে। সব কিছু ঠিকঠাক চললে ন্যু-ফিউচার পেমেন্ট ব্যাঙ্ক নামে কাজ করবে তারা। দৌড়ে সামিল কুমার মঙ্গলম বিড়লা পরিচালিত গোষ্ঠীও। আদিত্য বিড়লা ন্যুভো ওই ব্যাঙ্ক খুলতে চায় তাদেরই টেলিকম পরিষেবা সংস্থা আইডিয়া সেলুলারকে সঙ্গে নিয়ে। সংশ্লিষ্ট সূত্রে খবর, তালিকায় আছে ভোডাফোনও।

অন্য দিকে, স্মল ফিনান্স ব্যাঙ্ক খোলার আবেদনপত্র জমা দিয়েছে যারা, তাদের মধ্যে নাম আছে এসকেএস মাইক্রোফিনান্স, ব্রোকারেজ সংস্থা ইন্ডিয়া ইনফোলাইন, গৃহঋণ সংস্থা দেওয়ান হাউসিং ফিনান্স ইত্যাদির। সোমবারই ছিল সমস্ত ছোট ব্যাঙ্ক খোলার জন্য আবেদনপত্র জমার শেষ দিন।

Advertisement

প্রসঙ্গত, সমাজের সকলকে ব্যাঙ্কিং পরিষেবার আওতায় আনতে দেশ জুড়ে দু’ধরনের ছোট ব্যাঙ্ক খোলার পরিকল্পনা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। যার মধ্যে মডেল পেমেন্ট ব্যাঙ্ক টাকা পাঠাবে ও জমা নেবে। কিন্তু ঋণ বা ক্রেডিট কার্ড দেবে না। আর স্মল ফিনান্স ব্যাঙ্ক টাকা জমা ছাড়াও পিছিয়ে পড়া এলাকায় টাকা ধার দিতে পারবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন