ফের কমলো গাড়ি বিক্রি

ফের গাড্ডায় গাড়ি শিল্প। সেপ্টেম্বরের পর অক্টোবরেও যাত্রী-গাড়ি বিক্রি কমলো দেশে। তা-ও আবার উৎসবের মরসুমে। ফলে চলতি অর্থবর্ষেও যাত্রী-গাড়ির বিক্রি বৃদ্ধি পাঁচ শতাংশের নীচেই থাকবে বলে আশঙ্কা শিল্পমহলের। যা লক্ষ্যমাত্রার চেয়ে কম। গত দু’বছর খারাপ সময়ের মধ্যে দিয়ে যাওয়ার পরে এ বছরই মে থেকে অগস্ট পর্যন্ত এই গাড়ির বিক্রি বাড়ে। ফলে গাড়ি শিল্পের সংগঠন সিয়াম অগস্টেই পূর্বাভাস দেয় যে, ২০১৪-’১৫ সালে যাত্রী-গাড়ি বিক্রি ৫-১০ শতাংশের মধ্যে থাকার সম্ভাবনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৪ ০১:৫৪
Share:

ফের গাড্ডায় গাড়ি শিল্প। সেপ্টেম্বরের পর অক্টোবরেও যাত্রী-গাড়ি বিক্রি কমলো দেশে। তা-ও আবার উৎসবের মরসুমে। ফলে চলতি অর্থবর্ষেও যাত্রী-গাড়ির বিক্রি বৃদ্ধি পাঁচ শতাংশের নীচেই থাকবে বলে আশঙ্কা শিল্পমহলের। যা লক্ষ্যমাত্রার চেয়ে কম।

Advertisement

গত দু’বছর খারাপ সময়ের মধ্যে দিয়ে যাওয়ার পরে এ বছরই মে থেকে অগস্ট পর্যন্ত এই গাড়ির বিক্রি বাড়ে। ফলে গাড়ি শিল্পের সংগঠন সিয়াম অগস্টেই পূর্বাভাস দেয় যে, ২০১৪-’১৫ সালে যাত্রী-গাড়ি বিক্রি ৫-১০ শতাংশের মধ্যে থাকার সম্ভাবনা।

কিন্তু তার পরই নতুন করে ধাক্কা আসে। সোমবার সিয়াম প্রকাশিত তথ্য অনুযায়ী, যাত্রী-গাড়ির বিক্রি গত বছরের তুলনায় এ বার কমেছে ২.৫৫%। সেপ্টেম্বরে কমেছিল ১.০৩%। আরও উদ্বেগের বিষয় হল, সেপ্টেম্বরে বড় যাত্রী-গাড়ির (ইউটিলিটি ভেহিক্ল) বিক্রি প্রায় ২৫% বাড়লেও অক্টোবরে কমেছে ১৫%। অথচ উৎসবের মরসুমে বিক্রি সাধারণ ভাবে বাড়তেই দেখা যায়। বিশেষত এ বার তার আগেই কেন্দ্রে স্থায়ী সরকার তৈরি হওয়ায়, সামগ্রিক ভাবে ইতিবাচক পরিবেশে ব্যবসা বৃদ্ধি নিয়ে কিছুটা বাড়তি আশাও তৈরি হয়েছিল গাড়ি শিল্পমহলে।

Advertisement

এ বিষয়ে সিয়ামের ডেপুটি ডিরেক্টর জেনারেল সুগত সেনের বক্তব্য, যতদিন না দেশের আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে ততদিন গাড়ি বিক্রি বাড়বে না। তাঁর মতে, “ইতিবাচক ধারণা তৈরি হচ্ছে বাজারে। তার ছাপও পড়েছিল গত পাঁচ মাসে। কিন্তু ব্যবসা বৃদ্ধির জন্য অর্থনীতির সার্বিক উন্নতি প্রয়োজন। যতক্ষণ না তা হচ্ছে, শুধুমাত্র ইতিবাচক ধারণা দিয়ে ব্যবসা বাড়বে না।” তাঁর যুক্তি, আর্থিক উন্নতি হলে কর্মসংস্থান হবে। কাজের বাজারেও স্থিরতা আসবে। তখন গাড়ি কেনার ইচ্ছেও বাড়ার সম্ভাবনা।

তবে এর মধ্যেও আশার রুপোলি রেখা রয়েছে। সুগতবাবু জানান, মাঝারি ও ভারী ট্রাক-সহ বাণিজ্যিক গাড়ির বিক্রি অক্টোবরে বেড়েছে। আর বাণিজ্যিক গাড়ির বিক্রি আর্থিক উন্নয়নেরই ইঙ্গিত বয়ে আনে। ফলে এই আশা-নিরাশার মাঝেই আপাতত থমকে গাড়ি শিল্প।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন