ফের নতুন উচ্চতায় সেনসেক্স

সেনসেক্স ৩০ হাজার ছোঁওয়া যে স্রেফ সময়ের অপেক্ষা, তা ক’দিন ধরেই বলে আসছেন বাজার বিশেষজ্ঞরা। সেই পূর্বাভাস সত্যি হওয়ার ইঙ্গিত দিয়ে মঙ্গলবার আরও ২৯২ পয়েন্ট বাড়ল সেনসেক্স। থিতু হল ২৯,৫৭১.০৪ অঙ্কে। যা নতুন নজির। এই নিয়ে টানা আট দিন বাড়ল সূচক। তবে এত দ্রুত উত্থানে শঙ্কিত অনেক বিশেষজ্ঞই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৫ ০৩:২৩
Share:

সেনসেক্স ৩০ হাজার ছোঁওয়া যে স্রেফ সময়ের অপেক্ষা, তা ক’দিন ধরেই বলে আসছেন বাজার বিশেষজ্ঞরা। সেই পূর্বাভাস সত্যি হওয়ার ইঙ্গিত দিয়ে মঙ্গলবার আরও ২৯২ পয়েন্ট বাড়ল সেনসেক্স। থিতু হল ২৯,৫৭১.০৪ অঙ্কে। যা নতুন নজির। এই নিয়ে টানা আট দিন বাড়ল সূচক। তবে এত দ্রুত উত্থানে শঙ্কিত অনেক বিশেষজ্ঞই।

Advertisement

নতুন করে সূচকের এই দৌড় শুরু হয়েছিল রিজার্ভ ব্যাঙ্কের সুদ কমানোর পরে। যাতে ইন্ধন জুগিয়েছে দেশে পেট্রোল-ডিজেলের দাম কমা, ঘাটতি হ্রাস ও বৃদ্ধির হার বাড়া নিয়ে আশার সঞ্চার। সেই সঙ্গে আবার অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশায় গত এক সপ্তাহ ধরে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির বিনিয়োগের ঢল নেমেছে বাজারে। তবে এ দিন সূচকের গতি পাওয়ার কারণ মূলত মার্কিন প্রেসিডেন্টের সফরে ভারত-মার্কিন পরমাণু চুক্তির জট খোলা ও প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতার ভিত মজবুত হওয়া। বাণিজ্যেও দু’দেশের বাঁধন আরও পোক্ত হওয়ার বার্তা দিয়েছেন ওবামা।

তবে এত দ্রুত উত্থানকে অনেকেই ভাল চোখে দেখছেন না। স্টুয়ার্ট সিকিউরিটিজের চেয়ারম্যান কমল পারেখ বলেন, “বাজার ওঠা ভাল। কিন্তু যে গতিতে তা বাড়ছে, সে বিষয়ে সংশয় রয়েছে। বহু ভাল সংস্থার দরই দ্রুত ওঠার তালিকায় নেই।” তাঁর পরামর্শ, “এখন সাধারণ লগ্নিকারীদের বাজার থেকে দূরেই থাকা উচিত।” একই মতের শরিক অ্যাসোসিয়েশন অব ন্যাশনাল এক্সচেঞ্জেস মেম্বার্স অব ইন্ডিয়ার ডিরেক্টর এস কে রাস্তোগি। তাঁর মতে, “এর পর বাজার ২০% পড়লেও অবাক হব না।”

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন