বাজার বাড়াতে স্মার্ট সিটিই বাজি দাইকিনের

স্মার্ট সিটির হাত ধরে আগামী দিনে দেশে ব্যবসা বাড়াতে উদ্যোগী হল বৈদ্যুতিন যন্ত্র নির্মাতা সংস্থা দাইকিন। তারা জানিয়েছে, চলতি ২০১৫-’১৬ অর্থবর্ষে ২০ শতাংশ ব্যবসা বাড়ানোর লক্ষ্যমাত্রা নিয়েছে তারা। বিশেষত ভারতের বাজারে আবাসন প্রকল্প এবং শিল্প সংস্থায় চাহিদার হাত ধরে এই লক্ষ্যে পৌঁছনো যাবে বলে মনে করছে তারা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ জুন ২০১৫ ০২:১৩
Share:

স্মার্ট সিটির হাত ধরে আগামী দিনে দেশে ব্যবসা বাড়াতে উদ্যোগী হল বৈদ্যুতিন যন্ত্র নির্মাতা সংস্থা দাইকিন। তারা জানিয়েছে, চলতি ২০১৫-’১৬ অর্থবর্ষে ২০ শতাংশ ব্যবসা বাড়ানোর লক্ষ্যমাত্রা নিয়েছে তারা। বিশেষত ভারতের বাজারে আবাসন প্রকল্প এবং শিল্প সংস্থায় চাহিদার হাত ধরে এই লক্ষ্যে পৌঁছনো যাবে বলে মনে করছে তারা।

Advertisement

কেন্দ্র সম্প্রতি দেশ জুড়ে ১০০টি স্মার্ট সিটি গড়ে তোলার প্রকল্প হাতে নিয়েছে। এই সব শহরে যে বাজার তৈরি হবে তা ধরতে এখন থেকেই কোমর বাঁধছে দাইকিন। এ জন্য বিভিন্ন বিশেষজ্ঞ সংস্থার সঙ্গে কথাও বলছে তারা। এই ক্ষেত্রে কী ধরনের নিয়ম থাকবে, তা নিয়েই পরামর্শ চাওয়া হচ্ছে তাদের থেকে।

দাইকিন এয়ারকন্ডিশনিং ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর কে জে জাওয়া বলেন, নতুন প্রযুক্তির ‘ইনভার্টার এসি’ ব্যবসা বাড়ানোর ক্ষেত্রে বড় ভূমিকা নেবে বলে ধারণা তাঁদের। উল্লেখ্য, ২০১৪-’১৫ অর্থবর্ষে ২,৬০০ কোটি টাকার ব্যবসা করেছিল সংস্থা। জাওয়ার মতে, আগামী দিনে স্মার্ট সিটিতে পরিবেশ বান্ধব এবং বিদ্যুৎ সাশ্রয়কারী এসি-র প্রয়োজন হবে। এই ধরনের ০.৭৫ টন থেকে ২,৭০০ টনের এসি সংস্থার ভাঁড়ারে রয়েছে বলে তাঁর দাবি।

Advertisement

বর্তমানে রাজস্থানে সংস্থার একটি কারখানা রয়েছে। ভবিষ্যতে আরও একটি কারখানা গড়ে তুলতে তেলঙ্গনা, মহারাষ্ট্র, রাজস্থান-সহ বিভিন্ন রাজ্যে খোঁজ খবর চালানো হচ্ছে। তবে জমি এবং করছাড়ের বিষয়টি দেখে তবেই লগ্নির কথা ভাবা হবে বলে জানিয়েছেন সংস্থার আধিকারিক। যদিও এ জন্য কত টাকা দাইকিন লগ্নি করতে চায়, তা নিয়ে এখনই কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি।

নতুন কারখানা গড়ার পাশাপাশি, টিয়ার-১ এবং টিয়ার-২ শহরগুলিতে বিক্রয় কেন্দ্র খোলার কথাও ভাবা হচ্ছে বলে জানিয়েছেন জাওয়া। ২০১৬-র মার্চের মধ্যে সংস্থা অনুমদিত বিপণন কেন্দ্রের সংখ্যা ৩,৪০০টিতে নিয়ে যেতে আগ্রহী তাঁরা। এখন যা ২,৬০০টি। বর্তমানে বাড়ির এসি বিক্রির ক্ষেত্রে ৪০ শতাংশ ব্যবসাই আসে ছোট শহরগুলি থেকে। যা আরও বাড়বে বলে জাওয়ার আশা।

একই সঙ্গে, দাইকিন ইন্ডিয়ার বিক্রির ৩০ শতাংশই আসে শিল্প ক্ষেত্র থেকে। জাওয়ার দাবি, শিল্পে আগ্রগতির হাত ধরে এই বিক্রির পরিমাণ বাড়বে। আর এই সবের জন্যই এখন থেকে প্রস্তুত হতে চায় সংস্থা। সে জন্য ইন্টারনেটে সরাসরি পণ্য বিক্রি নিয়েও ভাবনা-চিন্তা করছে সংস্থা। পাশাপাশি, ভারত থেকে শ্রীলঙ্কা, বাংলাদেশের মতো পড়শি দেশ ছাড়াও, আফ্রিকা মহাদেশ এবং পশ্চিম এশিয়ার দেশগুলিতে রফতানির বাজার ধরতেও আগ্রহ প্রকাশ করেছে দাইকিন।—সংবাদ সংস্থা


আলফা রোমেও-র নতুন গাড়ি ‘গিউলিয়া’।
সম্প্রতি আত্মপ্রকাশ করল ফিয়াট-ক্রাইসলার অটোমোবাইলস-এর এই ইতালীয় ব্র্যান্ডের গাড়ি।
সেই উপলক্ষে উপস্থিত গোষ্ঠীর সিইও সের্গিও মার্চিওনে। ছবি: এএফপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন