বাণিজ্যিক উৎপাদন শুরু পেট্রোকেমে

সাত মাসেরও বেশি বন্ধ থাকার পরে অবশেষে বাণিজ্যিক উৎপাদন শুরু করল হলদিয়া পেট্রোকেমিক্যালস। সংস্থা সূত্রে খবর, আজ, বুধবারই উৎপাদন শুরু হয়েছে পেট্রোকেমে। কারখানা থেকে বেরিয়েছে ট্রাক। তৈরি পণ্য পাঠানো হয়েছে বাজারে। ফের বাণিজ্যিক উৎপাদন চালু করতে গত ২১ জানুয়ারি থেকেই প্রস্তুতি শুরু হয়েছিল পেট্রোকেমে। চালু হয়েছিল যন্ত্রপাতি পরিষ্কারের কাজ (ক্লিন আপ)। কথা ছিল, বাজারে সংস্থার পণ্য এসে যাবে জানুয়ারির মধ্যে। সেটা না-হলেও, অন্তত ফেব্রুয়ারির গোড়ায় শুরু হয়ে গেল উৎপাদন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৪৭
Share:

সাত মাসেরও বেশি বন্ধ থাকার পরে অবশেষে বাণিজ্যিক উৎপাদন শুরু করল হলদিয়া পেট্রোকেমিক্যালস।

Advertisement

সংস্থা সূত্রে খবর, আজ, বুধবারই উৎপাদন শুরু হয়েছে পেট্রোকেমে। কারখানা থেকে বেরিয়েছে ট্রাক। তৈরি পণ্য পাঠানো হয়েছে বাজারে।

ফের বাণিজ্যিক উৎপাদন চালু করতে গত ২১ জানুয়ারি থেকেই প্রস্তুতি শুরু হয়েছিল পেট্রোকেমে। চালু হয়েছিল যন্ত্রপাতি পরিষ্কারের কাজ (ক্লিন আপ)। কথা ছিল, বাজারে সংস্থার পণ্য এসে যাবে জানুয়ারির মধ্যে। সেটা না-হলেও, অন্তত ফেব্রুয়ারির গোড়ায় শুরু হয়ে গেল উৎপাদন।

Advertisement

পেট্রোকেম খোলার রাস্তা অবশ্য সাফ হয়ে গিয়েছিল জানুয়ারির গোড়াতেই। গত ৩ জানুয়ারি সংস্থার পরিচালন পর্ষদের বৈঠকে শেষ পর্যন্ত পেট্রোকেমে টাকা ঢালতে রাজি হওয়ার কথা জানিয়েছিল আর্থিক সংস্থাগুলি। ওই বৈঠকে সংস্থায় এখনই ১০০ কোটি টাকা আনার প্রতিশ্রুতি দিয়েছিল চ্যাটার্জি গোষ্ঠী। আর তারপরেই তা মেনে নিয়ে পেট্রোকেমে লগ্নির কথা জানিয়েছিল আর্থিক সংস্থাগুলি।

তারও আগে আনন্দবাজারকে এক সাক্ষাৎকারে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কর্ণধার অরুন্ধতী ভট্টাচার্য জানিয়েছিলেন, এই অর্থবর্ষের মধ্যেই তিনি পেট্রোকেম খোলার বিষয়ে আশাবাদী। তবে তখন তার দিনক্ষণ নির্দিষ্ট করে বলতে রাজি হননি তিনি।

পেট্রোকেমে কাঁচামাল হিসেবে ব্যবহৃত ন্যাপথার দাম এই মুহূর্তে বাজারে বেশ কম। আবার একই সঙ্গে, তা ব্যবহার করে সংস্থাটি যে সব পণ্য তৈরি করে, তাদের বাজার বেশ ভাল। পেট্রোকেমের পণ্যের গুণমান নিয়ে ভাল ধারণাও রয়েছে বাজারে। ফলে আর্থিক সংস্থাগুলির আশা, এই সুযোগ কাজে লাগালে, পেট্রোকেমের ঘুরে দাঁড়ানোর রাস্তা মসৃণ হবে।

রাজ্যের অন্যতম ‘শো-পিস’ এই কারখানা বন্ধের কারণ হিসেবে গত বছর যান্ত্রিক ত্রুটির তত্ত্ব খাড়া করেছিল রাজ্য সরকার। কিন্তু সংশ্লিষ্ট মহলের দাবি ছিল, মূলত কার্যকরী মূলধনের অভাবেই আর্থিক সঙ্কটে ধুঁকছে পেট্রোকেম। আর সেই কারণেই কারখানা বন্ধের ওই সিদ্ধান্ত। পরিচালন পর্ষদের বৈঠকে সেই সমস্যা মেটায় অবশেষে বাণিজ্যিক উৎপাদন শুরু হল পেট্রোকেমে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন