ভারতে ক্ষুদ্র-মাঝারি শিল্পে ৩,০০০ কোটি ঋণ দেবে বিশ্বব্যাঙ্ক

ভারতের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ৫০ কোটি ডলার (প্রায় ৩,০৫০ কোটি টাকা) ঋণ মঞ্জুর করল বিশ্বব্যাঙ্ক। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (সিডবি) এবং পার্টিসিপেটিং ফিনান্সিয়াল ইনস্টিটিউসন্স (পিএফআই)-এর মাধ্যমে শিল্প সংস্থাগুলিকে সরাসরি এই ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে। যার মধ্যে থাকবে নতুন সংস্থা চালু করতে চাইলে টাকা জোগানো এবং পরিষেবা ও উৎপাদন শিল্পে ঋণ দেওয়ার ব্যবস্থা করা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৫ ০০:০১
Share:

ভারতের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ৫০ কোটি ডলার (প্রায় ৩,০৫০ কোটি টাকা) ঋণ মঞ্জুর করল বিশ্বব্যাঙ্ক। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (সিডবি) এবং পার্টিসিপেটিং ফিনান্সিয়াল ইনস্টিটিউসন্স (পিএফআই)-এর মাধ্যমে শিল্প সংস্থাগুলিকে সরাসরি এই ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে। যার মধ্যে থাকবে নতুন সংস্থা চালু করতে চাইলে টাকা জোগানো এবং পরিষেবা ও উৎপাদন শিল্পে ঋণ দেওয়ার ব্যবস্থা করা।

Advertisement

ভারতে বিশ্বব্যাঙ্কের ডিরেক্টর ওন্নো রুহ্‌ল বলেন, প্রতি বছর দেশে শ্রমিকের তালিকায় নতুন করে ৮০ লক্ষ জন যোগ হচ্ছেন। তাঁদের রোজগারের রাস্তা করে দেওয়ার ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি শিল্প অন্যতম জায়গা। কিন্তু ক্ষুদ্রশিল্পের উন্নয়ন পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে হলে প্রয়োজন সঠিক লগ্নির। আর এই জায়গাতেই জোর দিতে ঋণের ব্যবস্থা করতে আগ্রহী বিশ্বব্যাঙ্ক। এই ঋণ দান প্রকল্পে পরিষেবা ও উৎপাদন শিল্পে পিছিয়ে পড়া রাজ্যগুলির উপর জোর দেওয়া হবে বলে জানিয়েছেন রুহ্‌ল। যার মধ্যে উল্লেখযোগ্য কিছু বিশেষ শিল্পগুচ্ছ এবং মহিলা পরিচালিত ছোট শিল্প।

ভারতে মোট শিল্প সংস্থাগুলির ৮০ শতাংশের বেশিই হল ক্ষুদ্র ও মাঝারি শিল্প। যেখানে কাজ করেন ৬ কোটিরও বেশি মানুষ। প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে দেশের উৎপাদন শিল্পের ৪৫% এবং রফতানি বাজারের ৪০ শতাংশই আসে এই শিল্পগুলির হাত ধরে। কিন্তু ৫০ শতাংশের বেশি ছোট শিল্প রয়েছে পিছিয়ে পড়া রাজ্যগুলিতে। যাদের কাছে অনেক সময়ই ঋণের সুবিধা পৌঁছয় না। এমনকী, সাধারণ ভাবে ব্যাঙ্ক-সহ আর্থিক প্রতিষ্ঠানগুলির মাত্র ১৩-১৫% ঋণ যায় এই ধরনের শিল্পের কাছে। যে-কারণে তাদের হাতে নগদের জোগান বাড়াতে এই উদ্যোগ বলে জানিয়েছে বিশ্বব্যাঙ্ক।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন