ভারত থেকে উপাদান কেনা এ বার দ্বিগুণ করতে চায় আইকিয়া

বহুজাতিক সংস্থা আইকিয়া তাদের আসবাব তৈরির উপাদান সংগ্রহের জন্য এখন থেকে ভারতের উপর আরও বেশি নির্ভর করতে চায়। নেদারল্যান্ডসে সদর দফতর থাকা বিশ্বে আসবাবের বৃহত্তম এই খুচরো বিপণন সংস্থা ২০২০ সালের মধ্যে ভারত থেকে বিভিন্ন উপাদান কেনা দ্বিগুণ করতে আগ্রহী। এর জন্য তারা ‘মেক মোর ইন ইন্ডিয়া’ নামে একটি প্রকল্পও হাতে নিয়েছে। সে ক্ষেত্রে ভারতকে তারা ৬৩ কোটি ইউরো বা ৪৯১৪ কোটি টাকার বরাত দিতে পারে বলে সংস্থা সূত্রের খবর। এই মুহূর্তে তা ৩১.৫০ কোটি ইউরো।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৪ ০২:২৬
Share:

বহুজাতিক সংস্থা আইকিয়া তাদের আসবাব তৈরির উপাদান সংগ্রহের জন্য এখন থেকে ভারতের উপর আরও বেশি নির্ভর করতে চায়। নেদারল্যান্ডসে সদর দফতর থাকা বিশ্বে আসবাবের বৃহত্তম এই খুচরো বিপণন সংস্থা ২০২০ সালের মধ্যে ভারত থেকে বিভিন্ন উপাদান কেনা দ্বিগুণ করতে আগ্রহী। এর জন্য তারা ‘মেক মোর ইন ইন্ডিয়া’ নামে একটি প্রকল্পও হাতে নিয়েছে। সে ক্ষেত্রে ভারতকে তারা ৬৩ কোটি ইউরো বা ৪৯১৪ কোটি টাকার বরাত দিতে পারে বলে সংস্থা সূত্রের খবর। এই মুহূর্তে তা ৩১.৫০ কোটি ইউরো।

Advertisement

সংস্থার পণ্য ক্রয় সংক্রান্ত বিভাগের দক্ষিণ এশীয় প্রধান সন্দীপ সানান জানিয়েছেন, “পণ্য জোগানোর ব্যাপারে ভারতের বিপুল সম্ভাবনা রয়েছে। সেই কারণেই আরও বেশি করে ভারতীয় সরবরাহ সংস্থার সঙ্গে আমরা জোট বাঁধতে চাইছি। তাদের হাত ধরে আমরাও বাজার বাড়াতে পারব। পাশাপাশি, তারাও বিশ্ব মানের উৎপাদক হয়ে উঠতে পারবে।”

সংস্থা তার এক বিবৃতিতেও সম্প্রতি জানিয়েছে, যে-সব উপাদান তারা ভারত থেকে আরও বেশি করে সংগ্রহ করতে চায়, তার মধ্যে রয়েছে: আসবাব তৈরির উপযোগী কাপড়, কম্বল, ম্যাট্রেস, বাঁশ-বেতের সামগ্রী, ধাতু, প্লাস্টিকের সরঞ্জাম ইত্যাদি। এই মুহূর্তে ভারত থেকে ৪৮টি সরবরাহকারী সংস্থার সঙ্গে জোট রয়েছে আইকিয়া-র। সরাসরি সেগুলিতে নিযুক্ত ৪৫ হাজার কর্মী, পরোক্ষ ভাবে ৪ লক্ষ জন। নতুন সংস্থার সঙ্গে জোট বাঁধার জন্য মূলত মুম্বই, বেঙ্গালুরুর দিকে তাঁরা তাকিয়ে রয়েছেন বলে জানান সানান।

Advertisement

প্রসঙ্গত, একক ব্র্যান্ডের খুচরো বিপণন ক্ষেত্রে ১০০% সরাসরি বিদেশি লগ্নিতে কেন্দ্র ২০১৩-য় সায় দেওয়ার পরে ভারতে পা রাখার সিদ্ধান্ত নেয় আইকিয়া। ১০ বছরে ২৫টি বিপণি খোলার জন্য ১২,৫০০ কোটি টাকা লগ্নির পরিকল্পনা তাদের। প্রথম বিপণি হায়দরাবাদে হবে বলে সেপ্টেম্বরেই জানিয়েছে সংস্থা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন