ভাল ফল ইনফোসিসের, কিন্তু প্রত্যাশা মেটাল না পূর্বাভাস

গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে প্রত্যাশার তুলনায় ভাল ফল করল ইনফোসিস। তবে বাজারকে কিছুটা হতাশ করেই চলতি অর্থবর্ষে ব্যবসার পরিমাণ মাত্র ৭-৯% (ডলারে) বাড়বে বলে মঙ্গলবার জানিয়েছে তথ্যপ্রযুক্তি সংস্থাটি। টাকার অঙ্কে তা দাঁড়াতে পারে ৫.৬-৭.৬%। উল্লেখ্য, এই হার ১৩-১৫% হবে বলেই সম্প্রতি পূর্বাভাস দিয়েছিল তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির সংগঠন ন্যাসকম।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৪ ০৩:৫১
Share:

গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে প্রত্যাশার তুলনায় ভাল ফল করল ইনফোসিস। তবে বাজারকে কিছুটা হতাশ করেই চলতি অর্থবর্ষে ব্যবসার পরিমাণ মাত্র ৭-৯% (ডলারে) বাড়বে বলে মঙ্গলবার জানিয়েছে তথ্যপ্রযুক্তি সংস্থাটি। টাকার অঙ্কে তা দাঁড়াতে পারে ৫.৬-৭.৬%। উল্লেখ্য, এই হার ১৩-১৫% হবে বলেই সম্প্রতি পূর্বাভাস দিয়েছিল তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির সংগঠন ন্যাসকম।

Advertisement

জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসে ইনফোসিসের সামগ্রিক নিট মুনাফা বেড়েছে ২৫%। দাঁড়িয়েছে ২,৯৯২ কোটি টাকায়। তাদের আয়ও ২৩.২% বেড়ে হয়েছে ১২,৮৭৫ কোটি টাকা। এ দিন দেশের দ্বিতীয় বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থাটির চিফ এগ্জিকিউটিভ অফিসার (সিইও) এস ডি শিবুলাল বলেন, গত দুই ত্রৈমাসিকের আর্থিক ফলের ভিত্তিতেই তাঁরা আগামী দিনের পূর্বাভাস ঘোষণা করেছেন। তাঁর মতে, ওই সময়ে সংস্থা যে ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিল, তা এখনও পুরোপুরি মেটেনি। যে কারণে পূর্বাভাস কম রেখেছেন তাঁরা। তবে আগামী দিনে, সংস্থা ভাল করবে বলেই তাঁর আশা। ২০১১ সালে এক দিকে আইনি বিবাদ এবং অন্য দিকে সংস্থার অভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত ইনফোসিসের দায়িত্ব নিয়েছিলেন শিবুলাল। তার তুলনায় ইনফোসিসের বর্তমান অবস্থা অনেকটাই ভাল বলেও মন্তব্য করেছেন তিনি।

ব্যবসা বাড়াতে আগামী দিনে সংস্থা যে আরও অধিগ্রহণের পথে হাঁটতে পারে, তা-ও স্পষ্ট শিবুলালের কথায়। পাশাপাশি বিদেশ থেকে বরাত পাওয়ার উপরও জোর দিচ্ছেন তাঁরা। তবে এই বরাত পাওয়ার ক্ষেত্রে কর্মীদের সংস্থা ছেড়ে চলে যাওয়ার বিষয়টি সমস্যা হয়ে দাঁড়াতে পারে বলে স্বীকার করেছেন তিনি। গত কয়েক মাসে যেমন সংস্থা থেকে ৯ জন শীর্ষকর্তা চলে গিয়েছেন, তেমনই গত অর্থবর্ষে ১৮.৭% কর্মীও ইনফোসিস ছেড়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement