মাল্যের বিরুদ্ধে রায়ের দিন ফের পিছোল

চেক বাউন্স মামলায় বিজয় মাল্য ও কিংগ্‌ফিশার এয়ারলাইন্সের বিরুদ্ধে রায় ঘোষণার দিন ফের পিছোল হায়দরাবাদের বিশেষ ম্যাজিস্ট্রেটের আদালত। এর আগে গত ২০ এপ্রিল এই মামলায় মাল্যকে দোষী সাব্যস্ত করা হয়। কিন্তু তার পর রায় ঘোষণার দিন এক দফা পিছিয়ে সোমবার স্থির করে তারা। এ দিন তা আবারও পিছিয়ে ৫ জুলাই ধার্য করেছে আদালত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জুন ২০১৬ ০৩:১৫
Share:

চেক বাউন্স মামলায় বিজয় মাল্য ও কিংগ্‌ফিশার এয়ারলাইন্সের বিরুদ্ধে রায় ঘোষণার দিন ফের পিছোল হায়দরাবাদের বিশেষ ম্যাজিস্ট্রেটের আদালত। এর আগে গত ২০ এপ্রিল এই মামলায় মাল্যকে দোষী সাব্যস্ত করা হয়। কিন্তু তার পর রায় ঘোষণার দিন এক দফা পিছিয়ে সোমবার স্থির করে তারা। এ দিন তা আবারও পিছিয়ে ৫ জুলাই ধার্য করেছে আদালত।

Advertisement

প্রসঙ্গত, এই মামলায় মাল্যকে হাজির করতে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত। যা মাল্যের ঠিকানায় পাঠানো হয়। কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি। এর পরই এ দিন আবার নতুন করে পরোয়ানা জারি করার নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি, রায় দানের দিন পিছোনোর কথাও জানিয়েছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement