মালিকানা ছাড়লেন কলানিধি মারান

স্পাইসজেট ফিরল অজয় সিংহের হাতে

ন’বছর আগে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন যিনি, ফের তাঁরই হাত ধরে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করছে স্পাইসজেট। বৃহস্পতিবার সংস্থা জানিয়েছে, নগদের অভাবে নাভিশ্বাস ওঠা স্পাইস আবার ফিরছে তার মূল কর্ণধার অজয় সিংহের হাতেই। ২০০৫-এ যাঁর পরিচালনাধীনে কম খরচের বিমান পরিষেবা সংস্থা হিসেবে প্রথম উড়ান চালু করেছিল তারা। এবং পরের ৩ বছরের মধ্যেই বাজার দখলের ভিত্তিতে পেয়েছিল দেশের দ্বিতীয় বৃহত্তম কম খরচের বিমান পরিষেবা সংস্থার তকমা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৫ ০২:২২
Share:

ন’বছর আগে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন যিনি, ফের তাঁরই হাত ধরে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করছে স্পাইসজেট।

Advertisement

বৃহস্পতিবার সংস্থা জানিয়েছে, নগদের অভাবে নাভিশ্বাস ওঠা স্পাইস আবার ফিরছে তার মূল কর্ণধার অজয় সিংহের হাতেই। ২০০৫-এ যাঁর পরিচালনাধীনে কম খরচের বিমান পরিষেবা সংস্থা হিসেবে প্রথম উড়ান চালু করেছিল তারা। এবং পরের ৩ বছরের মধ্যেই বাজার দখলের ভিত্তিতে পেয়েছিল দেশের দ্বিতীয় বৃহত্তম কম খরচের বিমান পরিষেবা সংস্থার তকমা। এ বার সংস্থাটি ঢেলে সাজতে ১,৫০০ কোটি টাকা পর্যন্ত লগ্নির পাঁচ বছরের এক দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়ে ফিরলেন তিনি।

স্পাইস জানিয়েছে, সংস্থা চাঙ্গা করতে বর্তমান কর্ণধার কলানিধি মারান ও কল এয়ার পুরো ৫৩.৪৮% অংশীদারিই সিংহের হাতে দিতে রাজি। যার দাম প্রায় ৫০০ কোটি টাকা। তবে মারানদের হাতে থাকবে ওয়ার্যান্ট, যা পরে ১০% শেয়ারে রূপান্তরিত হবে। ওই শেয়ার পাওয়ার পরে মারানদের সান গোষ্ঠী স্পাইসে ঢালবে ৮০ কোটি টাকা। পুরো বিষয়টিতে এ দিন সায় দেয় সংস্থার পরিচালন পর্ষদ।

Advertisement

কর্মীদের বেতন বাকি পড়া, বিমান বসিয়ে দেওয়া, বাজারে বাড়তে থাকা ঋণ, উড়ান বাতিল। সব মিলিয়ে, স্পাইসের ডানায় উড়ান বন্ধ হওয়া কিংফিশারের ছায়াই দেখছিল সংশ্লিষ্ট মহল। এ দিনের ঘোষণায় সেই অনিশ্চয়তায় কিছুটা স্বস্তির প্রলেপ পড়েছে। বিশেষত আত্মবিশ্বাসী সিংহ যখন বলেছেন, আগামী ২-৩ ত্রৈমাসিকের মধ্যেই ঘুরে দাঁড়াবে স্পাইস।

এ দিন সিংহ বলেন, “সংস্থার রাশ হাতে নিতে পুনরুজ্জীবন পরিকল্পনা জমা দেওয়া হয়েছে বিমান মন্ত্রকের কাছে। সায় মিললেই ঢেলে সাজার প্রক্রিয়া শুরু হবে। যার মধ্যে থাকবে আর্থিক ও পরিষেবার দক্ষতা বৃদ্ধি, দুইই।” তবে কিছু কর্মী ছাঁটাই হতে পারেন বলে জানান তিনি। তহবিল পেতে একাধিক লগ্নিকারীর সঙ্গে কথাও চলছে।

তবে কাঁটার উপর দিয়ে হেঁটে শেষ পর্যন্ত সিংহ স্পাইসকে আবার লাভজনক সংস্থার তকমা দিতে পারেন কি না, সেটা সময়ই বলবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন