Lockdown

আকাশে ড্রোন, রাস্তায় নাকা তল্লাশি, কড়া লকডাউন শহরে

আকাশে উড়ছে ড্রোন। সার্বিক লকডাউনের তৃতীয় দিনে কার্যত গৃহবন্দি শহরবাসী।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ জুলাই ২০২০ ১৫:৪৬
Share:
Advertisement

সকাল থেকেই আঁটোসাঁটো নজরদারি কলকাতা জুড়ে। বিনা প্রয়োজনে গাড়ি-বাইক নিয়ে বেরলে নিস্তার নেই। চলছে ধরপাকড়। বেহালা থেকে বেলেঘাটা, বাইপাস থেকে চিড়িয়ামোড়— সর্বত্রই নাকা তল্লাশি চলছে। পুলিশকর্তারাও বাহিনী নিয়ে অলিগলিতে নজরদারি চালাচ্ছেন। আকাশে উড়ছে ড্রোন। সার্বিক লকডাউনের তৃতীয় দিনে কার্যত গৃহবন্দি শহরবাসী।

বুধবার বেলা ১২ পর্যন্ত লকডাউনের আইন অমান্য করার জন্য ২২৭ জন গ্রেফতার হয়েছেন। মাস্ক না পরার জন্য ইতিমধ্যে ১৯৮ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। থুতু ফেলার জন্যও ৯ জনকে আটক করা হয়েছে। রাত ১০টা পর্যন্ত কড়া নজরদারি চলবে কলকাতার বিভিন্ন এলাকায়।

Advertisement

বড়বাজার, পোস্তা, যদুবাবু বাজারের মতো এলাকাতেও এ দিন রাস্তাঘাট শুনশান। একমাত্র জরুরি পরিষেবায় ছাড় রয়েছে সার্বিক লকডাউনে। পার্ক সার্কাসে লকডাউনের সময় পুলিশের স্টিকার লাগানো গাড়িও জিজ্ঞাসাবাদের মুখে পড়ে। এতটাই কড়া নজরদারির আওতায় রয়েছে কলকাতা।

আরও পড়ুন: মুখে গামছা বেঁধে একের পর এক গাড়িতে ভাঙচুর টালিগঞ্জের আবাসনে

Advertising
Advertising

আরও পড়ুন: সামনের মাসে লকডাউনেও বন্ধ শহরের উড়ান

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement