চিত্রকলা ও ভাস্কর্য ২

রঙের মেলবন্ধনে জীবনের বৈচিত্র

অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হল পেশায় শল্য চিকিৎসক সৃজন মুখোপাধ্যায়ের একক চিত্র প্রদর্শনী। সূচনা করলেন উমা সিদ্ধান্ত, ঈশা মহম্মদ, বারীন রায়, মমতাশঙ্কর। শিল্পীর ছবিতে ব্যবহৃত রং চেতন ও অবচেতন দু’ভাবেই মনকে প্রভাবিত করে।

Advertisement

মৃণাল ঘোষ

শেষ আপডেট: ১২ মার্চ ২০১৬ ০০:০০
Share:

অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হল পেশায় শল্য চিকিৎসক সৃজন মুখোপাধ্যায়ের একক চিত্র প্রদর্শনী। সূচনা করলেন উমা সিদ্ধান্ত, ঈশা মহম্মদ, বারীন রায়, মমতাশঙ্কর। শিল্পীর ছবিতে ব্যবহৃত রং চেতন ও অবচেতন দু’ভাবেই মনকে প্রভাবিত করে। পর্বত শৃঙ্গের সারির অনতিদূরে গাঢ় সবুজের সৌন্দর্যে জীবনের ধ্রুব সত্য প্রকাশ পায়। প্রকৃতি দাঁড়িয়ে সৃষ্টির আবাহনে। রঙের মেলবন্ধনে গড়া গণেশের একটি মূর্তিতে ফুটে ওঠে অবচেতনের নানা কল্পরূপ।

Advertisement

Advertisement

প্রদর্শনী

চলছে

অ্যাকাডেমি: অমর, দেবাশিস, প্রেমাংশু প্রমুখ ১৪ পর্যন্ত।সুশান্ত চক্রবর্তী ১৪ পর্যন্ত।

বিড়লা অ্যাকাডেমি: কাঞ্চনমালা ঘোষ কাল শেষ।

আইসিসিআর: কলাভবন বার্ষিক প্রদর্শনী কাল শেষ।

তাজ বেঙ্গল: কাল শেষ।

নেহেরু চিলড্রেন্স: শিশুদের প্রদর্শনী কাল শেষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement