চিত্রকলা ও ভাস্কর্য ২..

নেই প্রকৃতির কোনও স্পন্দন

এক্সপেরিমেন্টার-এ সম্প্রতি অনুষ্ঠিত হল বাংলাদেশের নবীনা শিল্পী আয়েশা সুলতানা-র প্রথম একক প্রদর্শনী ‘আউটসাইড দ্য ফিল্ড অব ভিউ’। তিনি এক ধরনের জ্যামিতিক বিমূর্ততা নিয়ে কাজ করেছেন গ্র্যাফাইটে আঁকা তাঁর ছবিগুলিতে।

Advertisement

মৃণাল ঘোষ

শেষ আপডেট: ৩১ মে ২০১৪ ০০:০৪
Share:

এক্সপেরিমেন্টার-এ সম্প্রতি অনুষ্ঠিত হল বাংলাদেশের নবীনা শিল্পী আয়েশা সুলতানা-র প্রথম একক প্রদর্শনী ‘আউটসাইড দ্য ফিল্ড অব ভিউ’। তিনি এক ধরনের জ্যামিতিক বিমূর্ততা নিয়ে কাজ করেছেন গ্র্যাফাইটে আঁকা তাঁর ছবিগুলিতে। এই রূপকল্প একেবারেই নৈর্ব্যক্তিক। তাতে প্রকৃতির বা প্রবহমান জীবনের কোনও স্পন্দন নেই। আলোকচিত্রভিত্তিক কিছু রচনাও রয়েছে তাঁর। সেখানেও প্রকৃতিকে বিমূর্তায়িত করতে চেষ্টা করেছেন। তাঁর রূপভাবনায় স্বকীয়তা আছে। কিন্তু এই নৈর্ব্যক্তিকতার মধ্যে বিচ্ছিন্নতা ও পুনরাবৃত্তির সমস্যাও আছে।

Advertisement

চলছে

বিড়লা অ্যাকাডেমি: ‘আর্ট ইভোলিউশন ২০১৪’ কাল শেষ।

Advertisement

অ্যাকাডেমি: মিহির বিশ্বাস, নীলান্ত দাস, তাপসী দাস ২ জুন পর্যন্ত। প্রভাতকুমার মান্না ২ জুন পর্যন্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement