পুস্তক পরিচয় ৩

সে এক দিন ছিল

সমাজসচেতন সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় ‘প্রবাসী’ পত্রিকায় ‘নারী’ বিষয়টিকে সব সময়েই যথোপযুক্ত গুরুত্ব দিয়েছেন। পত্রিকার প্রত্যেক সংখ্যাতেই থাকত প্রাসঙ্গিক রচনা। প্রবাসীর পাতা থেকে পুরুষ ও নারীর কলমে সেই সব আলোচনা সংকলন করেছেন ভারতী রায় (প্রবাসীতে নারী/ ১৯০১-১৯৪৭, আনন্দ, ৬০০.০০)। ‘শিক্ষিতা নারীর বলিষ্ঠ পদক্ষেপের ইতিহাস’।

Advertisement
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৬ ০০:০০
Share:

সমাজসচেতন সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় ‘প্রবাসী’ পত্রিকায় ‘নারী’ বিষয়টিকে সব সময়েই যথোপযুক্ত গুরুত্ব দিয়েছেন। পত্রিকার প্রত্যেক সংখ্যাতেই থাকত প্রাসঙ্গিক রচনা। প্রবাসীর পাতা থেকে পুরুষ ও নারীর কলমে সেই সব আলোচনা সংকলন করেছেন ভারতী রায় (প্রবাসীতে নারী/ ১৯০১-১৯৪৭, আনন্দ, ৬০০.০০)। ‘শিক্ষিতা নারীর বলিষ্ঠ পদক্ষেপের ইতিহাস’।

Advertisement

সে এক দিন ছিল, যখন চোর চক্রবর্তী রাজাকে আগেভাগে নোটিস পাঠিয়ে নগরের প্রতি ঘরে চুরি করতে যেত এবং যাত্রারম্ভে ঘোষণা করত, ‘কোন চিন্তা নাই মোর মনে নাই ভয়।।/ একাকি জাইব কার্যে নাইক সময়।।’ ইংরেজ এসে সেই স্বর্ণযুগের অবসান ঘটাল, চোর হয়ে উঠল সমাজে ঘৃণা আর অবজ্ঞার পাত্র। উইলিয়াম কেরী, গিরিশচন্দ্র বসু, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, রেভারেন্ড লালবিহারী দে প্রমুখের লেখা চোরের গল্প নিয়ে চমত্কার সংকলন সম্পাদনা করেছেন প্রবীর মুখোপাধ্যায় (চোর চতুর্দশী, চর্চাপদ, ২৫০.০০)। তথ্যসমৃদ্ধ ভূমিকা, পরিশিষ্ট, রচনা পরিচয় এবং লেখক পরিচিতিতে সমৃদ্ধ।

১৮৯৮-১৯০৫। বাংলায় আধুনিক গোয়েন্দা কাহিনির প্রথম কয়েকটি বছর। এই পর্বের আটটি গোয়েন্দা গল্পের অতি মূল্যবান সংকলন সম্পাদনা করেছেন অরিন্দম দাশগুপ্ত। তাঁর সেকালের গোয়েন্দা কাহিনি (আনন্দ, ৫০০.০০) পাঠককে ফিরিয়ে দেয় প্রিয়নাথ মুখোপাধ্যায়, দীনেন্দ্রকুমার রায়, পাঁচকড়ি দে’র সেই আশ্চর্য দুনিয়ায়। রাণী না খুনি?, অজয় সিংহের কুঠী কিংবা প্রতাপচাঁদ— নামগুলো শুনলেই ইচ্ছে করে সব কাজ ফেলে রেখে একখানা হালকা চাদর গায়ে দিয়ে বালিশে গা এলিয়ে পড়তে। সমৃদ্ধ ভূমিকাটির পরতে পরতে দীর্ঘ চর্চার স্বাক্ষর।

Advertisement

‘সুফিদের অন্যতম প্রকাশ মাধ্যম কাওয়ালি।’ লিখেছেন গৌতম ঘোষ, বাংলায় কাওয়ালি/ বঙ্গে কাওয়ালির আগমন ও বিকাশের কাহিনি-র (বাংলানাটক ডট কম) মুখবন্ধে। সেই কাওয়ালি বঙ্গদেশে এসে বৌদ্ধ সহজিয়াদের চর্যাপদ ও বৈষ্ণব ধারার কীর্তনের সঙ্গে মিলিত হয়। এ ভাবেই তা বাংলার গ্রামে-গঞ্জে প্রচলিত।

নতুন করে স্বদেশি আন্দোলনের ইতিহাসটা ফিরে পড়ার সুযোগ। সুরথকুমার বসু মনোরঞ্জন গুহঠাকুরতা-র মতো তুলনায় কম পরিচিত সংগ্রামীদের বন্দিজীবনের কাহিনি বারিদবরণ ঘোষ সম্পাদিত বিপ্লবীদের ডায়েরি/ স্মৃতিকথা সংগ্রহ-এ (কমলিনী, ৪০০.০০)। গাঙচিল-এর বিপ্লবী গ্রন্থমালা-র প্রথমটিতে বিজলী পত্রিকায় প্রকাশিত বারীন্দ্রকুমার ঘোষের বোমার যুগের কাহিনী (১৭৫.০০)। সংকলক জয়ন্তী মুখোপাধ্যায় খুঁজে এনেছেন নানা অজানা তথ্য। দ্বিতীয়টি সুকান্ত মুখোপাধ্যায় ও তারকনাথ ঘোষ সম্পাদিত বিপ্লবীদের জেলজীবন (৪৫০.০০): অরবিন্দ বারীন্দ্র উল্লাসকরের সঙ্গে ননীবালা দেবী। উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নির্বাসিতের আত্মকথা পড়ে ‘আশ্চর্য বই’ মনে হয়েছিল রবীন্দ্রনাথের। উপেন্দ্রনাথের যাবতীয় লেখালেখি নিয়ে বেরিয়েছে রচনাসংগ্রহ (সাগ্নিক বুকস, ৪০০.০০), সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য-র মূল্যবান ভূমিকা সহ।

প্রখ্যাত পর্বতারোহী দেবাশিস বিশ্বাস পৃথিবীর সপ্তম উচ্চতম শৃঙ্গ ধৌলাগিরির পথে মৃত্যুর মুখোমুখি হন, আর এক পর্বতারোহী বসন্ত সিংহ রায়ের সঙ্গে। তাঁর ধৌলাগিরি ও মাকালু শৃঙ্গজয়ের কাহিনিই ধৌলাগিরি ও মাকালু রোমাঞ্চকর অভিযাত্রা (আনন্দ, ৪০০.০০)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন