চিত্রকলা ও ভাস্কর্য ২

স্বাভাবিকতা রূপান্তরিত হয় কল্পরূপে

শেডস অব গ্রে শিরোনামে বিড়লা অ্যাকাডেমিতে একক প্রদর্শনী করলেন ঋত্বিজ ভৌমিক। স্বাভাবিকতাকে সামান্য কল্পরূপে রূপান্তরিত করে তিনি এঁকেছেন মূলত মানুষের ছবি।

Advertisement

মৃণাল ঘোষ

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৬ ০০:০১
Share:

শেডস অব গ্রে শিরোনামে বিড়লা অ্যাকাডেমিতে একক প্রদর্শনী করলেন ঋত্বিজ ভৌমিক। স্বাভাবিকতাকে সামান্য কল্পরূপে রূপান্তরিত করে তিনি এঁকেছেন মূলত মানুষের ছবি। ধর্মীয় মৌলবাদ ও সামাজিক সন্ত্রাসে মানুষের আত্মপরিচয় ধূসরতায় আবিল হয়ে যাচ্ছে। সেই ধূসরতার নানা দিক উদ্ভাসিত হয়েছে তাঁর ছবিতে। এই রূপভঙ্গিকে আরও নিজস্ব স্বাতন্ত্র্যের দিকে নিয়ে যেতে হবে তাঁকে।

Advertisement

প্রদর্শনী

চলছে

Advertisement

সিমা: • পরেশ মাইতি আজ শেষ।

গ্যাঞ্জেস গ্যালারি: • শাহাবুদ্দিন আজ শেষ।

অ্যাকাডেমি: • উষারঞ্জন ২০ পর্যন্ত।

অমল, অশোক, ভাস্কর, রামপ্রসাদ, উৎপল ২১ থেকে ২৬ পর্যন্ত।

বিড়লা অ্যাকাডেমি: • বার্ষিক প্রদর্শনী ৩১ পর্যন্ত।

তাজ বেঙ্গল: • সমীর কর্মকার কাল শেষ।

গ্যালারি ৮৮: • সুধীর পটবর্ধন ৬ ফেব্রয়ারি পর্যন্ত।

চিত্রকূট গ্যালারি: • দীপঙ্কর, বিপ্লব কাল শেষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement