চিত্রকলা ও ভাস্কর্য ২...

সত্তার বহুবিধ বিকল্প রূপ

সম্প্রতি সোদপুরের ‘জলসাঘর’ আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হল নাটকের মুখোশ নিয়ে প্রদর্শনী। সৌমিত্র চৌধুরী ও জগমোহন মণ্ডল তৈরি করেছেন এই মুখোশ। সত্তার বহুবিধ বিকল্প রূপকে পরিস্ফুট করাই মুখোশের কাজ। এ জন্য অনেক সময়ই নাটকের ক্ষেত্রে মুখোশ অপরিহার্য হয়ে ওঠে। অভিব্যক্তিবাদী, ‘গ্রটেস্ক’ বা কিমাকার রূপভঙ্গি মুখোশকে বহুমাত্রিক শিল্পবস্তু হিসেবে উপস্থাপিত করে। এখানে ছিল ‘বিসর্জন’ নাটকের মুখোশ এবং ‘অচলায়তন’-এর মুখোশ। বাদল সরকারের ‘মণিকাঞ্চন’ নাটকের মুখোশটি অনবদ্য। ‘ম্যাকবেথ’-এর মুখোশে আবার বিপরীতধর্মী স্বাদ।

Advertisement

মৃণাল ঘোষ

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৪ ০০:১০
Share:

সম্প্রতি সোদপুরের ‘জলসাঘর’ আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হল নাটকের মুখোশ নিয়ে প্রদর্শনী। সৌমিত্র চৌধুরী ও জগমোহন মণ্ডল তৈরি করেছেন এই মুখোশ। সত্তার বহুবিধ বিকল্প রূপকে পরিস্ফুট করাই মুখোশের কাজ। এ জন্য অনেক সময়ই নাটকের ক্ষেত্রে মুখোশ অপরিহার্য হয়ে ওঠে। অভিব্যক্তিবাদী, ‘গ্রটেস্ক’ বা কিমাকার রূপভঙ্গি মুখোশকে বহুমাত্রিক শিল্পবস্তু হিসেবে উপস্থাপিত করে। এখানে ছিল ‘বিসর্জন’ নাটকের মুখোশ এবং ‘অচলায়তন’-এর মুখোশ। বাদল সরকারের ‘মণিকাঞ্চন’ নাটকের মুখোশটি অনবদ্য। ‘ম্যাকবেথ’-এর মুখোশে আবার বিপরীতধর্মী স্বাদ।

Advertisement

প্রদর্শনী

Advertisement

চলছে

সিমা: ‘দ্য মাস্টার অ্যান্ড হিজ ডিসাইপল’ ১৭ মে পর্যন্ত।

বেঙ্গল আর্ট গ্যালারি: তপন ঘোষ কাল শেষ।

তাজ বেঙ্গল: মলয় দাস কাল শেষ।

অ্যাকাডেমি: •সুপ্রভাত ২৮ পর্যন্ত।
• গৌতম শর্মা, তরুণ ঘোষ প্রমুখ ২৮ এপ্রিল পর্যন্ত।
• প্রদীপ, সঞ্জয় প্রমুখ ২৮ এপ্রিল পর্যন্ত।

কেমোল্ড: শ্বেতা অগ্রবাল, রঞ্জন বিশ্বাস প্রমুখ ৩০ এপ্রিল পর্যন্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন