Christmas Special

কেমন সেজে উঠেছে কলকাতার গির্জা?

ডিসেম্বরের কলকাতার চারদিকে শুধুই আনন্দের ছোঁয়া। শহরের সেজে ওঠা রাস্তার মাঝে গির্জাগুলো যেন আলোর দ্বীপ।

Advertisement

মধুবন্তী রক্ষিত

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৬ ১৪:৩৭
Share:

ডিসেম্বরের কলকাতার চারদিকে শুধুই আনন্দের ছোঁয়া। শহরের সেজে ওঠা রাস্তার মাঝে গির্জাগুলো যেন আলোর দ্বীপ।

Advertisement

মধ্য কলকাতার ভিড়, ব্যস্ততার মধ্যে ইতিহাসের গল্প সঙ্গী করে দাঁড়িয়ে থাকা সেন্ট পলস গির্জার ক্রিসমাসের সাজেও রয়েছে ছিমছাম, ঐতিহ্যের ছোঁয়া। গির্জা চত্বরের এক দিকে রয়েছে যীশুর জন্মের কাহিনি। পূর্বের তিন জ্ঞানী মানুষ আসছেন সদ্যজাত দেবশিশুকে আশীর্বাদ করতে। আর অন্য দিকে সারি সারি মোমবাতির আলোয় মনমুগ্ধকর পরিবেশ। প্রতি বারের মতোই বড়দিনে পরিবারের মঙ্গল কামনায় কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জড়ো হয়েছেন গির্জায়। অথচ গির্জার ভিতরে নেই কোনও আড়ম্বর। উঁচু ছাদের তলায় অপেক্ষায় রয়েছে সারি সারি কাঠের বেঞ্চ।

হাঁটতে হাঁটতে এ বার চলে যাওয়া গেল পার্ক স্ট্রিটের দিকে। ক্রিসমাসের আলোকসজ্জা দেখতে জমে উঠেছে পার্ক স্ট্রিটের রাস্তা। চলছে কলকাতা ক্রিসমাস কার্নিভ্যাল। ফুটপাথের ওপর চলছে খাওয়া দাওয়া। দোকানে দোকানে সাজানো ক্রিসমাস ট্রি, চকোলেট কেকের স্টলে ক্রেতাদের ভিড় পেরিয়েই এগিয়ে গেলাম লরেটো কলেজের সংলগ্ন সেন্ট টমাস গির্জার দিকে। এখানেও ক্রিসমাসের সাজ একেবারেই অনাড়ম্বর। রাংতার মালা দিয়ে সাজানো লম্বা বারান্দায় বসে গানের রেওয়াজ করে চলেছেন গির্জার যুব সদস্যরা।

Advertisement

এ বার চলে যাওয়া গেল অ্যালেন পার্কের দিকে। বড় ক্রিসমাস ট্রি আর আলো দিয়ে সাজানো আকর্ষণীয় গেটের সামনে ভিড় জমিয়েছে সেলফি ব্রিগেড। ভিড় পেরিয়ে সেন্ট জেভিয়ার্স গির্জা। জেভিয়ার্স স্কুল, কলেজ চত্বরের চ্যাপেল সেজে উঠেছে আলোর সাজ, যীশুর জন্মক্ষণের নানা রকম দৃশ্যে। আর্চবিশপের বাড়িতেও দেখা গেল একই রকম সাজ। টুনি বাল্বের ছড়া দিয়ে সাজানো বাড়ির চত্বরে রয়েছে মাদার মেরির কোলে ছোট্ট যীশুর মূর্তি।

ক্রিসমাসে শহর জুড়ে সাজ, পার্টি আর হুল্লোড়ের মাঝে শান্তি, ঐতিহ্য আর ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে শহরের এই গির্জাগুলোই।

আরও পড়ুন: কোথায় পাবেন ক্রিসমাসে ঘর সাজানোর জিনিস?

‘ক্রিসমাস=ক্রিকেট’

সাহেবি কেতার ক্রিসমাস পার্টির মেনুতে কী থাকবে?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন