Editorial news

রাহুল-মোদীর টুইট যুদ্ধ, স্মিথের বদলে রাহানে, রণক্ষেত্র কান্দি-রানিগঞ্জ

সারা দিনে আর কোথায় কী ঘটল? দেখে নিন

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৮ ১৮:৫৭
Share:

রামনবমীর মিছিল উপলক্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের কান্দি। রামনবমীতে অস্ত্র হাতে মিছিল করার অনুমতি না মেলায় চাপা উত্তেজনা ছিলই। সোমবার মুর্শিদাবাদের কান্দিতে হিন্দুত্ববাদী একটি সংগঠনের সমর্থকেরা অস্ত্র হাতে মিছিল করতে শুরু করলে পুলিশ বাধা দেয়। এবং তার পরেই পুলিশ-মিছিলকারীদের মধ্যে খণ্ডযুদ্ধ বেধে যায় কান্দিতে।

Advertisement

এ তো গেল কান্দি। এ দিকে তথ্য পাচার করা নিয়ে টুইটারেও ধুন্ধুমার শুরু হয়েছে। রবিবার রাহুল গাঁধী টুইট করেন, ‘‘হাই! আমার নাম নরেন্দ্র মোদী। আমি ভারতের প্রধানমন্ত্রী। যখন আপনারা আমরা অফিশিয়াল অ্যাপে সাইন আপ করেন, তখন আমি আপনাদের সম্পর্কে সব তথ্য মার্কিন সংস্থায় আমার বন্ধুদের কাছে পাঠিয়ে দিই।’’ পাল্টা টুইট করেন বিজেপির তরফে অমিত মালব্যও। সব মিলিয়ে ফের সরগরম জাতীয় রাজনীতি। নিজেদের অ্যাপ অস্থায়ী ভাবে অকেজো করে দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করল কংগ্রেস।

পুড়ে ছাই হয়ে গেল সাইবেরিয়ার একটি শপিং মল। রবিবার বিকেলে শপিং মলের সিনেমা কমপ্লেক্সে আচমকাই আগুন লাগে। খুব তাড়াতাড়ি সেই আগুন ছড়িয়ে পড়ে শপিং মলের অন্যান্য অংশেও। প্রাণ বাঁচাতে অনেকেই দোতলা, তিনতলা থেকে ঝাঁপ দেন। অনেকে আবার ফায়ার এক্সিট জানলা খোলার আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয়।

Advertisement

বল বিকৃতি কাণ্ডে দেশের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর পর স্টিভ স্মিথকে এ বার সরে যেতে হল আইপিএল দলের অধিনায়কত্ব থেকেও। রাজস্থান রয়্যালসে তাঁর জায়গায় অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হল অজিঙ্ক রাহানেকে।

সারা দিনে আর কোথায় কী ঘটল?


• তথ্য পাচার! টুইটারে ধুন্ধুমার শাসক-বিরোধীর, অ্যাপ সরিয়ে নিল কংগ্রেস

তথ্য পাচারের অভিযোগ ‘নমো’ অ্যাপের বিরুদ্ধে। পাল্টা অভিযোগ কংগ্রেসের অ্যাপ ‘আইএনসি’র বিরুদ্ধেও। টুইটারে সরাসরি নরেন্দ্র মোদীকে আক্রমণ রাহুল গাঁধীর। কংগ্রেস সভাপতির বিরুদ্ধেও একই অভিযোগ তুলে পাল্টা টুইট-তোপ বিজেপির। সব মিলিয়ে ফের সরগরম জাতীয় রাজনীতি। সবিস্তার পড়তে ক্লিক করুন

• রামনবমী ঘিরে উত্তপ্ত রানিগঞ্জ, সংঘর্ষ রুখতে গিয়ে ক্ষতবিক্ষত ডিসি
রামনবমীর মিছিল ঘিরে উত্তাল হয়ে উঠেছে পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ। গোটা শহরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সংঘর্ষ, অগ্নিসংযোগ, ভাঙচুর, বোমাবাজির খবর আসছে শহরের বিভিন্ন অংশ থেকে। বোমার আঘাতে গুরুতর জখম হয়েছেন আসানসোল-দুর্গাপুর পুলিশের ডেপুটি কমিশনার (সদর) অরিন্দম দত্ত রায়চৌধুরী। সবিস্তার পড়তে ক্লিক করুন

• রাজস্থান রয়্যালসে স্মিথের বদলে অধিনায়ক রাহানে
এই মরসুমে রাজস্থান রয়্যালস তাঁকেই অধিনায়ক বেছে নিয়েছিল। কিন্তু বল বিকৃতি কাণ্ডে দেশের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর পর এ বার সরে যেতে হল আইপিএল দলের অধিনায়কত্ব থেকেও। রাজস্থান রয়্যালসে তাঁর জায়গায় অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হল অজিঙ্ক রাহানেকে। সবিস্তার পড়তে ক্লিক করুন

• বিহারের পর এ বার মধ্যপ্রদেশ, ফের খুন সাংবাদিক
ফের দুষ্কৃতীদের নিশানায় সাংবাদিক। বিহারের পর এ বার মধ্যপ্রদেশেও গাড়িতে পিষে অস্বাভাবিক মৃত্যু হল এক সাংবাদিকের। অনেকেই মনে করছেন, খবর করার জেরে সন্দীপ শর্মা নামে সর্বভারতীয় একটি চ্যানেলের ওই সাংবাদিককে খুন হতে হয়েছে। সবিস্তার পড়তে ক্লিক করুন

• সাইবেরিয়ার শপিং মলে ভয়াবহ আগুন, মৃত অন্তত ৬৪
ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল সাইবেরিয়ার একটি শপিং মল। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ৬৪ জনের। মৃতদের মধ্যে অনেক শিশুও রয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকেই। আহতের সংখ্যা ৪৭। সবিস্তার পড়তে ক্লিক করুন

• ‘নিজেকে টেলিভিশন ইন্ডাস্ট্রির সঙ্গে মানিয়ে নিতে পারি না’
পুরুলিয়ার মেঠো প্রান্তরে থিয়েটারের গান নিয়ে কথা বলতে গেছেন তিনি। ফিরে এসেই বিরসা দাশগুপ্ত-র ‘ক্রিশক্রশ’ ছবির শ্যুট। অম্বরীশ ভট্টাচার্য। সৃজিত মুখোপাধ্যায় থেকে অনিন্দ্য চট্টোপাধ্যায়— সামনে এক গুচ্ছ ছবি নিয়ে কথা বললেন তিনি। সবিস্তারে পড়তে ক্লিক করুন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন