লন্ডন ডায়েরি

ভোটের সময় ছোট ছোট ব্যাপারগুলোও কাজে দেয়। সাংবাদিকরা দুই প্রধান নেতাকে তাঁদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নিয়ে জিজ্ঞেস করছিলেন। টেরেসা মে হতাশ করলেন, ‘রাঁধতে ভালবাসি’, আর ‘আমার স্বামী আবর্জনার বিনগুলো বাইরে রেখে আসেন’ ছাড়া আর কিছু বললেন না।

Advertisement

শ্রাবণী বসু

শেষ আপডেট: ১১ জুন ২০১৭ ১২:৩০
Share:

লন্ডন জয় করলেন বাঙালি তিনকন্যা

Advertisement

ইংল্যান্ডে ভোটের রাতে ফল বেরনোর পর, তিন বাঙালি মহিলা ছিলেন উৎসবের মেজাজে। তিন জনই লেবার পার্টিকে গর্বিত করেছেন, ওয়েস্টমিনস্টার-এ নিজেদের আসন ধরে রেখেছেন। টিউলিপ সিদ্দিক, রূপা হক ও রুশনারা আলি যথাক্রমে হ্যাম্পস্টেড ও কিলবার্ন, ইলিং সেন্ট্রাল ও অ্যাক্টন আর বেথনাল গ্রিন ও বো থেকে জিতেছেন। ৩৪,৪৬৪ ভোটে টিউলিপ জেতার পর রুশনারা টুইট করেন ‘অভিনন্দন, টিউলিপ সিদ্দিক।’ রূপা ৩৩,০৩৭ ভোটে জেতার পর ফের রুশনারার টুইট: ‘হুররে, রূপা হক!’ ইস্ট লন্ডনের বিপুল সংখ্যক বাংলাদেশি-অধ্যুষিত এলাকার জনপ্রতিনিধি রুশনারা নিজে জিতেছেন ৪২,৯৬৯ ভোটে, ৭১.৮ শতাংশ ভোট পেয়েছেন তিনি। টেলিভিশনের পরিচিত মুখ কনি হক-এর বোন রূপার জন্ম ইংল্যান্ডেই। তাঁর মা-বাবা ইংল্যান্ড এসেছিলেন বাংলাদেশের পাবনা থেকে।

বিজয়িনী: রূপা হক, রুশনারা আলি ও টিউলিপ সিদ্দিক

Advertisement

আর টিউলিপ শেখ মুজিবুর রহমানের নাতনি, বাংলাদেশের রাজনীতির শেকড় তাঁর রক্তে। রুশনারার পরিবারও বাংলাদেশ থেকেই এসেছেন। তিনকন্যা মন জয় করেছেন সবার। অপেক্ষা এখন শুধু ইলিশ-পার্টির! ওঁরা ছাড়াও, উইগান-এ নিজের আসন ধরে রেখেছেন বাঙালি বাবা ও ইংরেজ মা’র সন্তান লিসা নন্দী।

জেরেমির জ্যাম

ভোটের সময় ছোট ছোট ব্যাপারগুলোও কাজে দেয়। সাংবাদিকরা দুই প্রধান নেতাকে তাঁদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নিয়ে জিজ্ঞেস করছিলেন। টেরেসা মে হতাশ করলেন, ‘রাঁধতে ভালবাসি’, আর ‘আমার স্বামী আবর্জনার বিনগুলো বাইরে রেখে আসেন’ ছাড়া আর কিছু বললেন না। জীবনে সবচেয়ে দুষ্টু কাজ কী করেছেন, তার উত্তরে বললেন, ‘ছোটবেলায় গমখেতের মধ্যে দিয়ে ছুটেছি’! উলটো দিকে লেবার পার্টির নেতা জেরেমি করবিন এক টিভি-স্টুডিয়োয় এসেছিলেন ওঁর আর ওঁর স্ত্রীর বানানো এক পাত্র জ্যাম নিয়ে। জানালেন, ওঁরা সব সময় জ্যাম বানান একসঙ্গে! এ-ও জানালেন, বাগান করতে আর নানান শাকসবজি, ফল ফলাতে ভালবাসেন, নিয়মিত বানান প্লাম আর স্ট্রবেরি জ্যাম। ওঁর পোষা বেড়ালের নাম ‘এল গাতো’, আর সে খুব লক্ষ্মী বেড়াল। এই সব তথ্যে করবিনের জনপ্রিয়তা বেড়েছে, ঘরে তৈরি জ্যাম কে না ভালবাসে!

হিরের আংটি

১৯৮০-র দশকে ওয়েস্ট মিডলসেক্স হাসপাতালের এক ‘সেল’-এ ১০ পাউন্ড দিয়ে একটা ঝকঝকে আংটি কিনেছিলেন তিনি, হিরে-বসানো। তিরিশ বছর ধরে রোজ পরতেন সেটা, রোজকার সব কাজ করতেন ওটা পরেই। অসুবিধে কী, এ তো সাদামাটা কস্টিউম জুয়েলারি একটা! এক দিন হঠাৎ মনে হল, দেখি তো, এটা আদৌ দামি কি না! নিয়ে গেলেন সদবি’জ নিলামঘরে। তখনই জানা গেল, দামি বলে দামি! আসল, ২৬.২৭ ক্যারাটের হিরে ওটা, উনিশ শতকে কাটা হয়েছিল। কুশনের মতো দেখতে সেই ‘টেনার হিরে’-র দাম নিলামে উঠল ৬৫৬,৭৫০ পাউন্ড! হিরের মালিক মহিলাটি তাঁর নাম জানাতে চাননি। এত ক্ষণে নির্ঘাত তিনি ব্যাংকের পথে!

সুবর্ণজয়ন্তী

স্মারক: সমকামী অধিকারের ব্যাজ

এ বছর ব্রিটেন সে দেশে সমকামী অধিকারের সুবর্ণজয়ন্তী পালন করছে। ১৯৬৭-র ২৭ জুলাই ইংল্যান্ড ও ওয়েল্‌স-এ ‘সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট’-এর মাধ্যমে পুরুষ সমকামিতা অংশত ‘ডিক্রিমিনালাইজ’ করা হয়। স্কটল্যান্ডে এই আইন পালটাতে গড়ি়য়ে গিয়েছিল ১৯৮০, আর উত্তর আয়ারল্যান্ডের ক্ষেত্রে ১৯৮২। সেই নিয়েই ব্রিটিশ লাইব্রেরিতে চলছে প্রদর্শনী, ‘গে ইউকে: লাভ, ল’ অ্যান্ড লিবার্টি’। আছে সমকামী ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি, ১৮৯৫-এ অস্কার ওয়াইল্ড-এর ট্রায়াল থেকে শুরু করে গণিতজ্ঞ অ্যালান টুরিং-এর (দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যিনি জার্মান ‘এনিগমা কোড’-এর সমাধান করেছিলেন) কেমিক্যাল ক্যাস্ট্রেশন। স্থান পেয়েছেন অর্থনীতিবিদ জন মেনার্ড কেন্‌স ও লেখক ই এম ফর্স্টারও। ব্রিটিশ মিউজিয়ামও বেশ কিছু জিনিস দিয়েছে প্রদর্শনীতে। রোমান সম্রাট হাদ্রিয়ান ও গ্রিক বালক আন্তোনিয়াস-এর সম্পর্ক ঘিরে অনেক কথা প্রচলিত, সেই হাদ্রিয়ানের একটা রুপোর মেডেল আর আন্তোনিয়াসের মুখ-আঁকা মুদ্রা আছে। থাকছে অস্কার ওয়াইল্ডের একটা পূর্ণাবয়ব ছবি, ব্রিটেনে যা এই প্রথম প্রদর্শিত হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন