লন্ডন ডায়েরি

পাথুরিয়াঘাটার ঠাকুর পরিবারের রাজা শৌরীন্দ্রমোহন ছিলেন বিখ্যাত সঙ্গীতবিদ। বইয়ে একটা ছবি আছে, দেবী সরস্বতী ভিক্টোরিয়াকে আশীর্বাদ করছেন।

Advertisement

শ্রাবণী বসু

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৮ ০১:৪৪
Share:

ভিক্টোরিয়াকে আশীর্বাদ করছেন দেবী সরস্বতী

Advertisement

উপহার: শৌরীন্দ্রমোহনের ‘শ্রীমদ্ভিক্টোরিয়ামাহাত্ম্যম্‌’

রানি ভিক্টোরিয়া ‘ভারতসম্রাজ্ঞী’ হওয়ার পরে ভারতীয় রাজাদের অভিনন্দনে ভেসে গিয়েছিলেন। দামি উপহার পাঠানোয় নিষেধ ছিল, বই বা শুভেচ্ছাবার্তায় ‘না’ ছিল না। তাই বাংলা, হিন্দি, সংস্কৃত, উর্দু, গুজরাতি, মরাঠি, তামিল ভাষার প্রচুর বই পাঠানো হয়েছিল।

Advertisement

বাকিংহাম প্যালেসের কুইন’স গ্যালারিতে এক প্রদর্শনীতে সম্প্রতি দেখা গেল এমনই কিছু বই। যেমন ১৮৯৭ সালে ভিক্টোরিয়ার রাজত্বের হীরকজয়ন্তী উপলক্ষে রাজা স্যর শৌরীন্দ্রমোহন ঠাকুরের উপহার, রানির প্রশস্তিসূচক সংস্কৃত কবিতার বই ‘শ্রীমদ্ভিক্টোরিয়ামাহাত্ম্যম্’। পাথুরিয়াঘাটার ঠাকুর পরিবারের রাজা শৌরীন্দ্রমোহন ছিলেন বিখ্যাত সঙ্গীতবিদ। বইয়ে একটা ছবি আছে, দেবী সরস্বতী ভিক্টোরিয়াকে আশীর্বাদ করছেন। রাজা আরও দিয়েছিলেন ‘ভিক্টোরিয়া-গীতিকা’— রত্নখচিত বাক্সের মধ্যে কিছু সংস্কৃত কবিতা, বিষয় রানির গুণকীর্তন।

ব্রিটিশ সাম্রাজ্যের একনিষ্ঠ সমর্থক ছিলেন শৌরীন্দ্রমোহন। ১৮৭৭-এ ভিক্টোরিয়া ভারতসম্রাজ্ঞী হওয়ার পর ‘গড সেভ দ্য কুইন’ জাতীয় সঙ্গীত হয়। ব্রিটিশ প্রশাসন চেয়েছিল, ভারতীয় সুরেও গাওয়া হোক এই গান। শৌরীন্দ্রমোহনের উপরেই পড়ে ভারতীয় ভাষায় এই গানের অনুবাদ ও সুরারোপের দায়িত্ব।

দেবী ও সম্রাজ্ঞী

তিনি খান বারো আলাদা আলাদা গান তৈরি করেছিলেন; ঝিঁঝিট, বেহাগ, সাহানার সুরে, কীর্তন-আঙ্গিকেও। প্রদর্শনীতে আছে রানির ইংরেজি লেখার একটি হিন্দি অনুবাদ-বইও, করেছিলেন বারাণসীর মহারাজা প্রভুনারায়ণ সিংহ; এ ছাড়াও গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের বই ‘ভিক্টোরিয়া রাজসূয়’, অবনীন্দ্রনাথ ঠাকুরের বিরল ছবি ‘অশোকমহিষী তিষ্যরক্ষিতা’।

অতিথি ও গৃহস্বামী

জুলিয়ান অ্যাসাঞ্জকে নিয়ে মুশকিলে পড়েছে ইকুয়েডর সরকার। ২০১২ থেকে লন্ডনে ইকুয়েডর দূতাবাসের আশ্রয়ে অ্যাসাঞ্জ, কিন্তু এখন অতিথিকে নিয়ে ‘গৃহস্বামী’ই সমস্যায়। যৌন নিগ্রহে অভিযুক্ত অ্যাসাঞ্জকে ফেরত চেয়েছিল সুইডেন, মামলা উঠেছিল সুপ্রিম কোর্টেও। সুইডেন অবশ্য তার পর অ্যাসাঞ্জের প্রত্যর্পণ চায়নি আর, কিন্তু অভিযোগ এখনও বলবৎ। এখন জামিনের শর্ত ভঙ্গ করায় অ্যাসাঞ্জকে চাইছে স্কটল্যান্ড ইয়ার্ড। মার্কিন সরকারও বলেছে তারা অ্যাসাঞ্জকে গ্রেফতার করতে চায়, যদিও হিলারি ক্লিন্টনের ব্যক্তিগত ইমেল হ্যাক করে তথ্য ফাঁস করে দেওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প উইকিলিকস-এর প্রশংসা করেছিলেন। অ্যাসাঞ্জের আশঙ্কা, আমেরিকায় প্রত্যর্পণ করা হলে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হবে বা ভয়ঙ্কর অত্যাচার করা হবে, কারণ ২০১০-এ সেনার গুরুত্বপূর্ণ নথি ফাঁস করেছিলেন তিনি। ইকুয়েডরের প্রেসিডেন্ট মোরেনো ইঙ্গিত দিয়েছেন, অ্যাসাঞ্জ-সমস্যার এ বার হেস্তনেস্ত করতে হবে। লন্ডনের দূতাবাস কি অ্যাসাঞ্জকে বার করে দেবে? মার্চে তাঁর নেট-পরিষেবা বন্ধ হয়েছে, দর্শনার্থী-সাক্ষাৎও।

ডেভিড অবতারে

নামভূমিকায়: দেব পটেল

তাঁর প্রথম ছবি ‘স্লামডগ মিলিয়নেয়ার’-এর সুবাদে জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন দেব পটেল। তার পর অভিনয় করেছেন ‘বেস্ট এগজ়োটিক মেরিগোল্ড হোটেল’-এ এক ভারতীয় হোটেল-মালিকের চরিত্রে, শ্রীনিবাস রামানুজনের বায়োপিক ‘দ্য ম্যান হু নিউ ইনফিনিটি’ ছবিতে, সারু ব্রিয়ারলির চরিত্রে সমালোচকধন্য ‘লায়ন’-এও। দেব এ বার ফিরছেন ইংরেজ চরিত্রে, টপ হ্যাট-কোট টেল পরা ডেভিড কপারফিল্ড হয়ে। চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস থেকে হচ্ছে ‘দ্য পার্সোনাল হিস্ট্রি অব ডেভিড কপারফিল্ড’, পরিচালনায় আর্মান্দো ইয়ানুচি। শুটিং শুরু হয়েছে নরফোক-এ, মুক্তি আগামী বছর।

মাদার, ইন্দিরা, অমৃতা

গত সপ্তাহে বিবিসি একটা ভোট করেছে— ‘পৃথিবীকে বদলে দেওয়া ১০০ নারী’। তাতে এক নম্বরে নোবেল পুরস্কারজয়ী মাদাম কুরি, যাঁর তেজস্ক্রিয়তা আবিষ্কার ক্যানসার চিকিৎসায় বিশেষ ভূমিকা নিয়েছে। তালিকায় আছেন ভারতীয় নারীরাও। ২০ নম্বরে মাদার টেরিজ়া, ৪৯-এ ইন্দিরা গাঁধী, লেখক অমৃতা প্রীতম ১০০ নম্বরে। আরও চেনামুখ— রোসা পার্কস, এমেলিন প্যাঙ্কহার্স্ট, রানি ভিক্টোরিয়া, জেন অস্টেন, ফ্রিডা কাহ্‌লো।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন