Editorial News

বছরটা আক্ষরিক অর্থেই নতুন হোক

ভারতীয় সময় দুপুর ৩টে বেজে ৩৫ মিনিট নাগাদ নতুন বছরকে স্বাগত জানায় তারা। তার পর পালা আসে নিউজিল্যান্ডের।

Advertisement

অঞ্জন বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৯ ০০:৫৩
Share:

আরও একটা নতুন বছর এল। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এই নতুন বছর প্রত্যেকের আনন্দে কাটুক, সুস্থ-সবল ভাবে কাটুক, সমৃদ্ধিতে কাটুক— প্রার্থনা থাক এমনই। তবে এ প্রার্থনা ফলপ্রসূ তখনই হবে, যখন এই নতুন বছরটায় জীবনের কিছু বুনিয়াদি শিক্ষাকে কাজে লাগাতে পারব আমরা। শিক্ষাটা পরিমিতিবোধের, জীবনের নানা ক্ষেত্রের সীমারেখাগুলো চিনে নেওয়ার, ভারসাম্যের, শান্তিপূর্ণ সহাবস্থানের, সহিষ্ণুতার। এই কথাগুলো মনে রাখতে পারলে নতুন বছর আমাদের ভালই যাবে।

Advertisement

বর্ষবরণ উপলক্ষে আপাতত উৎসবের রেশ সর্বত্র। তবে ভারতবাসীর জন্য এই নতুন বছরের সবচেয়ে বড় উৎসব হতে চলেছে গণতন্ত্রের উৎসব। এই ২০১৯ সালেই সাধারণ নির্বাচনে যাচ্ছে ভারত। সেই উপলক্ষে রাজনৈতিক উত্তাপ তথা টানাপড়েন বাড়তে শুরু করেছে ইতিমধ্যেই। চলতি মাস থেকেই ধাপেধাপে আরও চড়বে রাজনীতির পারদ। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র নিজের জন্য পরবর্তী সরকারকে বেছে নিতে চলেছে, হইচই তো একটু হবেই। কিন্তু সেই হইচই, সেই টানাপড়েন, সেই উত্তাপকে রাজনৈতিক পরিসরেই যাতে সীমাবদ্ধ রাখা যায়, সে বিষয়ে আমাদের প্রত্যেককে যত্নবান হতে হবে।

নির্বাচনী লড়াই বরাবরই টানটান উত্তেজনা নিয়ে আসে এ দেশে। ভোটের মরসুমে এই রাজনৈতিক উত্তেজনা খুব অস্বাভাবিক নয়। কিন্তু রাজনীতি আর ব্যক্তিগত জীবন গুলিয়ে ফেলা অস্বাভাবিক, রাজনৈতিক ময়দানের লড়াইকে জীবনের অন্যান্য ক্ষেত্রেও চারিয়ে দেওয়া অস্বাভাবিক, রাজনৈতিক মতান্তরকে নাগরিকদের মধ্যে স্থায়ী মনান্তরের কারণ করে তোলা অস্বাভাবিক। গণতন্ত্রের বৃহত্তর উৎসবে মেতে ওঠার সময়ে এই সব অস্বাভাবিকতাগুলো থেকে দূরে থাকতে হবে আমাদের। মনে রাখতে হবে, আরও একটা নতুন বছর মানে কিন্তু খাতায়-কলমে আরও একধাপ অগ্রসর হওয়া। সুতরাং, রাজনৈতিক সংস্কৃতিতেও সেই ছাপটা আমাদের রাখতে হবে। আমরা সামনের দিকে যাচ্ছি, পিছনের দিকে নয়, একথা আমাদের মনে রাখতে হবে।

Advertisement

সম্পাদক অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লেখা আপনার ইনবক্সে পেতে চান? সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

নতুন বছরের প্রথম দিনে সংকল্প নেওয়া যাক— কথাগুলো আমরা মনে রাখব, নতুন বছরকে আক্ষরিক অর্থেই অগ্রগমনের প্রতীক করে তুলব। আসুন, নতুন বছর সবাই ভাল কাটাই, সবাই মিলে আনন্দে থাকি, আনন্দে রাখি।

আরও পড়ুন: বর্ষবরণের উত্সব শুরু

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন