থমথমে আসানসোল, কংগ্রেসকে চাইছেন মমতা ও অন্যান্য

এই খবরগুলো রয়েছে আজকের শিরোনামে। আর কী কী রয়েছে দেখে নিন:

Advertisement
শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৮ ০৭:০০
Share:

এক দিকে ১৪৪ ধারা জারি গোটা শহরে, রাস্তায় রাস্তায় টহল পুলিশ-র‌্যাফ-কমব্যাট ফোর্সের। অন্য দিকে তীব্র রাজনৈতিক টানাপড়েন আসানসোল-রানিগঞ্জের পরিস্থিতিকে ঘিরে। আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় গোলমালে জড়ালেন পুলিশের সঙ্গে। আর এক বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে আসানসোল পৌঁছতেই দিল না পুলিশ, আটকে দেওয়া হল দুর্গাপুরে। প্রতিবাদে রাস্তাতেই ধর্নায় বসে পড়লেন লকেট।

Advertisement

অন্যদিকে নরেন্দ্র মোদীর সরকারের পতন ঘটাতে জোট গঠনে কংগ্রেসকে বাদ দেওয়ার সম্ভাবনা সম্পূর্ণ খারিজ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কাল সন্ধ্যায় সনিয়া গাঁধীর সঙ্গে বৈঠক সেরে আজ কলকাতা ফেরার আগে এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘একের বিরুদ্ধে এক আসন সমঝোতার সূত্র মানে হল এনডিএ-র বিরুদ্ধে যতটা সম্ভব জোট-প্রার্থী দেওয়া। এটা বিজেপির সঙ্গে আর একটি রাজনৈতিক দলের সংঘাত নয়। এটা জোটের সংঘাত।’’ তৃণমূল শীর্ষ সূত্রে বলা হচ্ছে, পশ্চিমবঙ্গেও কংগ্রেস প্রার্থী দিলে তাদের আপত্তি নেই। এ রাজ্যে কংগ্রেসের চার জন লোকসভার সাংসদ রয়েছেন। সেই আসনগুলি নিয়ে কংগ্রেসের সঙ্গে আলোচনা করতে তৃণমূল রাজি।

এই খবরগুলো রয়েছে আজকের শিরোনামে। আর কী কী রয়েছে দেখে নিন:

Advertisement

•অন্তঃসত্ত্বার পেটে লাথি স্বামীর, নষ্ট গর্ভস্থ শিশু

৫ লক্ষ টাকা পণ বাপের বাড়ি থেকে দিতে না পারায় ছ’মাসের অন্তঃসত্ত্বা বধূর পেটে লাথি মেরে গর্ভস্থ শিশুকে নষ্ট করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। আরও অভিযোগ, এমন ঘটনা প্রথম নয়। বছর দুয়েক আগে বিয়ে হওয়া ওই গৃহবধূ প্রথম বার অন্তঃসত্ত্বা হওয়ার পরেও এমন ঘটেছিল। তাঁর স্বামী একই ভাবে পেটে আঘাত করায় সে বারও গর্ভস্থ সন্তান নষ্ট হয় যায় বলে পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে। সবিস্তারে পড়তে ক্লিক করুন

•‘দরকারে পুলিশে যাব, কিন্তু অটো চালাবই!’

শহরের রাস্তায় অটো চালাতে এ বার পুলিশের দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন মহিলারা। বৃহস্পতিবার তাঁরা জানান, দ্রুত নিজেদের মধ্যে বৈঠকে বসতে চলেছেন তাঁরা। সেখানেই পুলিশে অভিযোগের জন্য ১৬ জন মহিলা অটোচালক অভিযোগপত্রে স্বাক্ষর করবেন। সবিস্তারে পড়তে ক্লিক করুন

• দেশে ফিরে আবেগে ভাসলেন মালালা

গতকাল সকালেই ইসলামাবাদ বিমানবন্দরে নামেন মালালা ও তাঁর পরিবার। নিরাপত্তারক্ষীরা ঘিরে রেখেছিলেন তাঁকে। সেখান থেকে গাড়িতে উঠতে দেখা যায় তাঁকে। তার পর পাক প্রধানমন্ত্রী শাহিদ খকন আব্বাসির সঙ্গে দেখা করেন মালালা। হাল্কা কমলা কামিজ আর ঘিয়ে রঙা সালোয়ার পরা মালালার মাথায় ছিল রঙিন ওড়না। বেশ খানিক ক্ষণ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন তিনি। সবিস্তারে পড়তে ক্লিক করুন

• আন্টার্কটিকায় দুর্ঘটনায় মৃত্যু বাঙালি গবেষকের

এপ্রিলে পঁচিশে পা দেওয়ার কথা ছিল। তার আগেই, মঙ্গলবার আন্টার্কটিকায় থেমে গেল পুরুলিয়ার শুভজিৎ সেনের জীবন-সফর। ভারতের ৩৭তম আন্টার্কটিকা অভিযাত্রী দলে ছাত্র-প্রতিনিধি ছিলেন পুরুলিয়ার ভুঁইয়াপাড়ার শুভজিৎ। ন্যাশনাল সেন্টার ফর আন্টার্কটিক অ্যান্ড ওশান রিসার্চ (এনসিএওআর)-এর ওয়েবসাইটে জানানো হয়েছে, সোমবার ‘কনভয় অপারেশন’ চলাকালীন শুভজিৎ দুর্ঘটনায় পড়েন। দ্রুত তাঁকে উদ্ধার করে ভেসেলে আনা হয়। চিকিৎসকেরা চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। সবিস্তারে পড়তে ক্লিক করুন

• যোগীরাজ্যে ‘রামজি’ হলেন অম্বেডকরও
রাম-রাজ্যে রেহাই নেই বাবাসাহেবেরও! ভীমরাও অম্বেডকর নামের মধ্যে শেষে ‘রামজি’ জুড়ল উত্তরপ্রদেশের যোগী সরকার। উত্তরপ্রদেশের রাজ্যপাল আর এক ‘রাম’— রাম নাইকের সুপারিশে। সব সরকারি কাজে এ বার থেকে পরিবর্তিত নামই ব্যবহার হবে। সবিস্তার পড়তে ক্লিক করুন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন